দাহ

তপতী বাগচী

মাঝরাতে কঁকিয়ে উঠেছিল ফোন।কৃতীর ঘুম খুব পাতলা। লাফিয়ে উঠে à¦§à¦°à§‡à¦›à§‡à¥¤à¦«à¦¿à¦°à ‡ এসে শুতে শুতে আমাকে ধাক্কা দিয়ে বলল – অ্যাই, সুমনদার ফোন।
-চিতু ! মা এই মাত্র চলে গেল রে ! আমাদের সবাইকে ফেলে চলে গেল।
দেখলাম ঘড়িতে একটা পঁচিশ।
- তোর মোবাইল নাম্বার আমার কাছে নেই, তাই ল্যান্ডফোঠেই…
-তুই কি একা ? নান্টু, ঝুম্পা ওরা…
-ভাই গতকালই মা’কে একটু ভাল দেখে গৌহাটি রওনা দিয়েছে। আর ঝুম্পা বোধহয় আসতে পারবেনা।দঠন কুড়ি আগে অতীন, মানে ওর বরের একটা স্ট্রোক হয়ে গেল।
- ঠিক আছে, আমি তাহলে বাপ্পা ,রাণা,দিগেন ওদেরকে খবর দিয়েই রওনা হচ্ছি। আচ্ছা, তোদের বাড়িটা ঠাকুরপাড়াঠঠিক কোথায় বলত ?
-ও, তুই তো এ বাড়িতে কোনোদিন আসিসনি।‘মঠ¾ দুর্গা প্যাথলজিকঠল ল্যাব’ চিনিস তো।তার উল্টো দিকের গলিতে ডান হাতে তিন নম্বর বাড়ি। দোতলা। নাম ‘মাতৃ-নিলয়⠙।
শেড থেকে বাইক বার করতে গিয়ে হাতপাগুলো কেমন যেন অসাড় লাগছিল।ভাঠ¦à§à¦°à§‡à¦° শুরু। বোধহয় কৃষ্ণপক্ষ চলছে। অন্ধকার বেশ à¦œà§‹à¦°à¦¾à¦²à§‹à¥¤à¦‰à¦²à à¦Ÿà§‹ দিক থেকে জোলো হাওয়া চোখে মুখে ঝাপটা মারছিল। বার বার অন্যমনস্ক হয়ে à¦¯à¦¾à¦šà§à¦›à¦¿à¦²à¦¾à¦®à¥ à¦®à¦¾à¦§à§à¦•à¦¾à¦•à§€à¦®à ¦¾ চলে গেলেন ! হু হু করে à¦›à§‹à¦Ÿà§‹à¦¬à§‡à¦²à¦¾à¦Ÿà ¦¾ চলে আসছিল চোখের সামনে।
সবাই মোটামুটি তাড়াতাড়িই পৌঁছে গেছে।দিগে নের বাড়িটা দূরে।ও একটু পরে এল । পাড়ার ডাক্তারকে অনেক অনুরোধ করার পর ডেথ সার্টিফিকৠট পাওয়া গেছে। কাকীমা তার চিকিৎসাধীঠ¨ ছিলেননা। পাড়ার কয়েকজন ছেলে এসেছে দেখলাম।রাঠ£à¦¾ শববাহী গাড়ীর ব্যবস্থা করে ফেলেছে।আম ¦°à¦¾à¦¤à§‹ কাকীমাকে নিজেরাই নিয়ে যেতে পারতাম।কাঠীমা কি এতই ভারী ?
উত্তরমুখে শোয়ানো হয়েছে দেহটা। বেশ শীর্ণ মনে হল।সেই চুলের ঢাল আর নেই।যা যা করবার,সুমনঠ•à§‡ দিয়ে যা যা করানোর,à¦¬à¦¾à¦ªà à¦ªà¦¾ করাচ্ছিল।ঠà¦¸à¦¬ ব্যাপারে আমাদের ভেতর ও ই ওস্তাদ।ঘি টি মাখানোর পর জল ছিটিয়ে স্নান করানো হল।শুদ্ধ করা হল। জানিনা কেন। আগুনই তো শেষশুদ্ধি করে নেবে।চিতাঠ° ওপর রাখা হল শরীর।ওপরে কাঠ সাজিয়ে দেবার আগ মুহূর্তে সরিয়ে নেয়া হল শেষ আবরণ ,ভাঁজ করা নতুন তাঁতের শাড়ীটা।শুঠু রুগ্ন শান্ত মুখটুকু অন্ধকার আকাশের দিকে মুখ করে জেগে রইল। সুমনকে দিয়ে বাপ্পা আর পুরোহিতমশঠই মুখাগ্নি করাল।আগুন ছড়াতে লাগল কাঠে কাঠে।আমি চোখ সরালাম। à¦‡à¦²à§‡à¦•à§à¦Ÿà§à¦°à¦¿à • চুল্লীতে সুমনের এত আপত্তি কিসের কে জানে।
আমি দিগেন আর রাণা চিতা থেকে দূরে নিমতলায় এসে বসেছি। শ্মশানে এলে এটাই আমাদের জায়গা।কব্ঠœà§€ চোখের সামনে তুলে দিগেন বলল-শেষ হতে হতে আরো ঘন্টা তিনেক।বাপৠà¦ªà¦¾ সুমনকে নিয়ে টিনের শেডের তলায়।হ্যাল োজেনের ভুতুড়ে আলোয় এখান থেকে ওদের প্রোফাইলটঠ¾ পাওয়া যাচ্ছিল। দু’হাতে হাঁটু জড়িয়ে ঘাড় নুইয়ে বসে আছে সুমন।যে যা বলেছে যন্ত্রের মত করেছে সব।নান্টুর জন্য খারাপ লাগছিল।ঝুঠ®à§à¦ªà¦¾ ঐ অবস্থাতেও ছুটে এসেছিল। নান্টুটা কতদূরে পড়ে রইল।
বর্ষার ভরানদী পাক খেয়ে খেয়ে বয়ে যাচ্ছিল।এঠান থেকে পট্ পট্ করে কাঠফাটার আওয়াজ পাওয়া à¦¯à¦¾à¦šà§à¦›à§‡à¥¤à¦†à¦—à §à¦¨à§‡à¦° স্ফুলিঙ্গ ছড়িয়ে যাচ্ছিল বাতাসে।দু†™à¦à¦•à¦Ÿà¦¾ রাতপাখি কখনো কখনো ডানা ঝাপ্টাচ্ছৠ।দিগেন সিগারেট ধরাল।আমাকৠ‡à¦“ দিচ্ছিল একটা। ইচ্ছে করলনা। রাণা বিড়ি à¦§à¦°à¦¿à§Ÿà§‡à¦›à§‡à¥¤à¦œà ¾à¦¨à¦•à§€à¦°à¦¾à¦® মাঝে মাঝে লম্বা বাঁশ দিয়ে আগুন à¦–à§‹à¦à¦šà¦¾à¦šà§à¦›à§‡à ¥¤ একটু দূরে পাড়ার ছেলেগুলো বোতল আর ভাঁড় নিয়ে গোল হয়ে বসেছে।
কিছুক্ষণ পরে রাণা হঠাৎ বলে উঠল-ধুস্ শালা !জীবনটা যে কি মাইরী !
দিগেন বলল-সুমন কেমন পাথরের মত বসে আছে দ্যাখ,ওর ভাবসাব আমার মোটেই ভালো লাগছেনা।
- ও ঠিক হয়ে à¦¯à¦¾à¦¬à§‡à¥¤à¦•à¦¿à¦›à§à Ÿà¦¾ সময় যেতে দে ,সামলে উঠবে।
- চিন্তা করিসনা, রিংকু শক্তধাতের মেয়ে। সুমনের মত নয়।ও ঠিক ম্যানেজ করতে পারবে।
ওদের কথাগুলো মাঝে মাঝে ফেড আউট হয়ে যাচ্ছিল।আঠ®à¦¾à¦° মাথায় যে কথাটা ঘুরপাক খাচ্ছিল রাণা ফস্ করে সে কথাটাই বলে বসল – ইস্ , à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à  কিছু জানতেই পারলনা।
- ওই লোকটার নাম নিবিনা তো । কাকীমার শরীরটা পুড়ছে এখনো।
রাণা বলল- আচ্ছা… à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à à¦° ডান দিকের গালে একটা বিশাল বড় আঁচিল ছিলনা রে ? দিগেন হাতের সিগারেট ছুঁড়ে ফেলে বলল - কেন রে শালা , খুঁজতে বেরোবি নাকি ?
–না,ভাবছি অতবড় আঁচিলটা নিয়ে কাকু নিজেকে লুকিয়ে রাখল কেমন করে ? আমার মনে হয় কি বলতো ? দুটো ব্যাপার হতে পারে। এক নম্বর লোকটা অন্য কারো সাথে কোথাও সংসার পেতে বসে গেছিল…
-দু’নম্বর ?
-সেটা হল, মালটা হয়তো সাধু ফাধু হয়ে হিমালয়ে চলে গেছিল, ঠান্ডায় টেঁসে গেছে …
-গেছে তো গেছে। সে খবরটা এলেও তো পারত।
- এটাই তো আসল কথা রে দিগেন। কাকীমা কিন্তু à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à à¦° চাকরীটা সেই পেলেন… শুধু… শুধু…।
- সাত সাতটা বছর, চিন্তা করতো…
-শালার হারামীর বাচ্চা ইউনিয়নের à¦²à§€à¦¡à¦¾à¦°à¦—à§à¦²à§‹à ¤à¦à¦•à§à¦¸à¦ªà§à¦²à§Ÿà¦Ÿà §‡à¦¶à¦¨à§‡à¦° চূড়ান্ত একেবারে।
-আরে বাবা ,মৃত্যুর প্রমাণ না পেলে কি করা যাবে ?
- এদিকে জ্যান্ত মানুষগুলোঠ“তো মরে যাবার জোগাড় হয়েছিল।
-মাঝে মাঝে কাকীমার কথা ভাবি জানিস,ভাল-মঠ¨à§à¦¦à¦° ব্যাপারে যাচ্ছিনা। কথা হচ্ছে সমস্যার মুখোমুখি দাঁড়ানোর সাহস।
রাণা বলল- ঠিক বলেছিস। জানিস, আমার না তখন মাঝে মাঝে খুব ভয় হত, ঘটনাটা আমার জীবনে যদি ঘটে যায় ?
কথাগুলো আমার ভাল লাগছিলনা। বললাম- থামবি তোরা ? কিছুক্ষণ কাঠ ফাটার আওয়াজ ছাড়া আর কিছু থাকলনা।
চিতার লম্বা আগুনের শিখা শেষরাতের হাওয়ায় কেঁপে কেঁপে দুলে দুলে জ্বলছিল। কাকীমার শরীর একটু একটু করে পুরোটাই আগুনের বশবর্তী এখন। জ্বলছে পুড়ছে। জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।রাঠ™à¦¾à¦œà§à¦¯à§‡à¦ à§€ বলতেন-পুড়বৠ‡ মেয়ে, উড়বে ছাই/তবে মেয়ের গুণ গাই।
নদীটা, ওপারের ঝোপঝাড়,বালঠ¿à¦° চর,বাতাসে বয়ে আনা জলকণা- এসবের ভেতর দিয়ে ধীরে ধীরে একটা দিনের জন্ম হচ্ছিল।এই দিনটার কাছে কাকীমার কিছু পাবার নেই ।সমস্ত কিছু থেকে নিজেকে চুপিচুপি সরিয়ে নিল একটা মানুষ।এই পরিপ্রেক্ঠ·à¦¿à¦¤ কি কখনো সেটা বুঝতে পারে ? না কি পেরেছে ? ভাসমান সহস্র তরঙ্গ কি এই সংবাদ ধরে রাখল ? বয়ে নিয়ে যাবে অন্য কোথাও ?
বছর খানেক আগে একদিন সুমন এসেছিল আমার অফিসে।বলল-à ®à¦¾â€™à¦° যে কি হয়েছে,à¦¸à¦¾à¦°à¦¾à ¦¦à¦¿à¦¨ হাত ধুচ্ছে, পা ধুচ্ছে,à¦¸à§à¦¨à ¾à¦¨ করছে হাজার বার…
বললাম – ডাক্তার à¦¦à§‡à¦–à¦¿à§Ÿà§‡à¦›à¦¿à¦²à ¦¿ ?
-লাভ কিছু হয়না ।ওই কয়েকদিন একটা ঘোরের মধ্যে থাকে,ঘুম ঘুম ভাব, তারপর সেই আগের মত।সারাদিন এক কথা,নোংরা, বড্ড নোংরা,আমাক §‡ ধরিসনা তোরা , ছুঁসনা…। বাবলিকে পর্যন্ত কাছে ঘেঁষতে দেয়না।অদ্ঠ­à§à¦¤ বিহেভ করে।
- ট্রিটমেন্ঠকন্টিনিউ কর, সেরে যাবে। অনেকেরই তো হয়। আমার ছোট পিসীকে তোর মনে আছে ? পিসীর হয়েছিল।ডাঠ•à§à¦¤à¦¾à¦° বলেছিল অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, ওসিডি। বেশ অনেকদিন ধরে ওষুধ খেতে হয়।
- চিতু, তুই একদিন বলে দ্যাখনা, তুই বললে মা হয়তো শুনবে ।ডাক্তারেঠ° কাছে যেতেই চায়না।ভাবত ে পারিস,মা ঠাকুরঘরে à¦¢à§‹à¦•à§‡à¦¨à¦¾à¥¤à¦šà¦¾à •à¦°à§€à¦Ÿà¦¾à¦“ তো ছেড়ে দিল।
- তাই ! কবে ?
- কে জানে কবে ।ব্যবসার ঝঞ্ঝাট নিয়েই সারাদিন যায় আমার। বাড়ি ,সংসার রিংকুই সামলায়।ও আমাকে বলল। বেশ ক’দিন ধরে অফিসে যাচ্ছিলনা মা , প্রথমে ছুটি, তারপর একেবারে à¦°à§‡à¦œà¦¿à¦—à¦¨à§‡à¦¸à¦¨à ¤
-কিছু জিজ্ঞেস করিসনি ?
-রিংকু করেছিল।মা বলেছে, ঘেন্না লাগে।

মেঘ মেঘ আকাশে একটু একটু করে আলোর রং ধরছে।শেষ হতে হতে রোদ উঠে à¦¯à¦¾à¦¬à§‡à¥¤à¦†à¦—à§à¦¨à ‡à¦° তেজ কমে এসেছে। আমার মাকেও রেখে গেছি এখানে। সে অনেক দিন হল।আমরা খুব ছোট à¦¤à¦–à¦¨à¥¤à¦•à¦¾à¦•à§€à¦®à ¦¾ আমাকে জড়িয়ে ধরে আকুল à¦•à¦¾à¦à¦¦à¦›à¦¿à¦²à§‡à¦¨à ¤à¦†à¦° আমি বুক ভরে কাকীমার শাড়ীর ঘ্রাণ নিচ্ছিলামà¥
মা আর কাকীমার ভেতর একটা গভীর সখ্য ছিল।ভালবাঠা ছিল।সেটা শুধু সেলাইয়ের নমুনা তোলা বা দুপুরের আড্ডায় আটকে ছিলনা। কাকীমাকে আমাদের ঐ অত বড় বাড়ির উৎসব অনুষ্ঠানে বেঘোর খাটতে দেখেছি। মাকেও দেখেছি অসুস্থ কাকীমার সেবার দায়িত্ব হাতে তুলে নিতে।
মা মারা যাবার পর বাবা আমাকে দু’ চোখে দেখতে পারতেননা। যেন আমিই মাকে মেরে à¦«à§‡à¦²à§‡à¦›à¦¿à¥¤à¦¬à¦¾à ¬à¦¾ বাড়িতে থাকলে আমি এদিক ওদিক পালিয়ে বেড়াতাম।কৠ‡à¦‰ নজরও করতোনা।মাঠ§à§à¦•à¦¾à¦•à§€à¦®à¦¾ ছিলেন আমার প্রধান আশ্রয়স্থল ।
আমি আর সুমন তখন বছর দশেক।নান্ঠŸà§ আমাদের থেকে দু’ বছরের ছোট।ঝুম্পঠ¾ তো একেবারেই বাচ্চা।একঠিন à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à  কথা নেই বার্তা নেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ‘ গয়া যাচ্ছি মা-বাবার পিন্ড দিতে ’ বলে রওনা হলেন ।একটা মানুষ যেন হাওয়ায় মিলিয়ে গেল।কেউ কিচ্ছু জানেনা। আত্মীয়- স্বজন, সহকর্মীরা, থানা-পুলিশ,ঠ•à§‡à¦‰ কিছু করতে পারলনা।কত জল্পনা কল্পনা,কত কাহিনী,à¦®à¦¹à¦¿à ²à¦¾à¦°à¦¾ কেউ কেউ আবার সোজাসুজি কাকীমাকেই দায়ী করে ফেললেন।
কাকীমা তখন হতবাক,à¦šà§‚à§œà¦¾à ¨à§à¦¤ দিশেহারা অবস্থায় à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à à¦° জন্য অনির্দিষ্ঠঅপেক্ষায় দিন à¦•à¦¾à¦Ÿà¦¾à¦šà§à¦›à§‡à¦¨à ¤ মুহূর্তগুঠ²à§‹ দেখেছি। à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à à¦° প্রতি তেতো বিরক্তিতে মন ভরে যেত।কাকু এমন কি মানুষ,কাছে থাকতেই বা কাকীমাকে এমন কি দিয়েছে যার জন্য কাকীমার এত অস্থিরতা !বাস্তবকে বুঝলাম পরে।ছুটির দুপুরে আমি সুমন বসে ক্যারাম খেলছি। কাকীমা ছাদ থেকে দুদ্দাড় করে নেমে এলেন। হাঁফাতে হাঁফাতে বললেন- সুমন চিতু তোরা এক্ষুনি দৌড়ে যা গলির মোড়ে,à¦‡à§Ÿà¦¾à¦¸à¦¿à ¦¨à§‡à¦° দোকানের সামনে আমি যেন তাকে দেখলাম।সতৠà¦¯à¦¿ ! যা বাবা শীগগির যা। আমরা দুজন উঠে দৌড়ে গেলাম।ফিরৠ‡ এলে উৎকন্ঠ প্রশ্ন।– সত্যি বলছিস কেউ ছিলনা ? আমি তো স্পষ্ট দেখলাম।এদঠ¿à¦• ওদিক একটু দেখেছিলি ভাল করে ?
মন্দিরে মানত করা,গাছের ডালে পাথর বাঁধা,নখদরৠà¦ªà¦£,ভাগ্যগণ ¦¨à¦¾ অনেক হল।সে সময়টা সুমনের সঙ্গে বন্ধুত্ব রাখতে আমাকে অনেক ছলের আশ্রয় নিতে à¦¹à§Ÿà§‡à¦›à§‡à¥¤à¦¬à§‹à¦à ¦¾ না বোঝার মাঝামাঝি যন্ত্রণার বয়েস সেটা।শুধু সুমন à¦¨à§Ÿà¥¤à¦•à¦¾à¦•à§€à¦®à¦¾à ° দেবীর মত মুখ,à¦†à¦¶à§à¦šà¦°à§à ¯ চোখদুটো,à¦¸à§à ¦ à¦¾à¦® চলাফেরা, সঙ্গে অদ্ভুত মাতৃত্ব আমাকে মুগ্ধ ঘোরে à¦°à¦¾à¦–à¦¤à¥¤à¦•à¦¾à¦•à§€à ¦®à¦¾à¦° পাকানো গরাস আমি আর সুমন এক পাতে বসে মুখে নিয়েছি কতদিন।রাঙঠ¾à¦œà§à¦¯à§‡à¦ à§€ বলতেন – হতভাগী তোকে গুণ করেছে।আমি জানতাম সেই গুণের নাম ভালবাসা।
à¦®à¦¾à¦§à§à¦•à¦¾à¦•à§€à¦®à ¾ তখন সময় পেলে কাকুর শার্টগুলো কেচে শুকিয়ে বোতাম পরিয়ে পাট করে রাখতেন। বড় করে সিঁদুরের টিপ পরতেন।একদঠ¿à¦¨ স্কুলে যাবার সময় সুমনকে ডাকতে গিয়ে দেখি বাড়ীটা কেমন অদ্ভুত ঠান্ডা। নান্টু চুপচাপ মেঝের ওপর উপুড় হয়ে শুয়ে ছবির বই à¦¦à§‡à¦–à¦›à§‡à¥¤à¦¸à§à¦®à ¦¨ একবাটি মুড়ি জল দিয়ে ভিজিয়ে à¦–à¦¾à¦šà§à¦›à§‡à¥¤à¦†à¦®à ¦¾à¦•à§‡ দেখে হাসল। বলল দ্যাখনা ,সকাল থেকে মা’র খুব মাথাব্যথা ।ভাত হয়নি।তাই মুড়ি খাচ্ছি।তুঠ‡ খাবি ?
শোবার ঘরে গিয়ে কাকীমার মুখের আঁচল সরিয়ে ডাকলাম। তাকাল। দেখি চোখদুটো লাল হয়ে ফুলে আছে।বাসী চুল এলোমেলো। কোলের কাছে ঝুম্পা খুনখুন করে কাঁদছিল আর ছোটো ছোটো হাতে মুঠো পাকিয়ে কাকীমার বুকে ঘুষি à¦›à§à¦à§œà¦›à¦¿à¦²à¥¤à¦›à ¬à¦¿à¦—à§à¦²à§‹ আমার মনের ভেতর কেমন একটা অকল্যাণের ভয় ঢুকিয়ে দিল।
পরদিন ভাঁড় ভেঙে তেরো টাকা পঁচিশ নয়াপয়সা আমি লুকিয়ে কাকীমার আঁচলে বেঁধে দিতে গিয়েছিলাম,à ¦¯à§‡à¦®à¦¨ করে মরা আরশোলা কাকীমার আঁচলে বেঁধে দিয়ে আমরা মজা à¦¦à§‡à¦–à¦¤à¦¾à¦®à¥¤à¦•à¦¾à •à§€à¦®à¦¾ গিঁট খুলে টাকাটা আমার হাতে ফিরিয়ে দিয়ে বলেছিলেন-ক ¦¾à¦•à§€à¦®à¦¾à¦•à§‡ ভু্ল বুঝিসনা বাবা।তুই বড় হয়ে যেদিন নিজে আয় করবি, সেদিন দিস।আজ এই পয়সা নেবার আমার কোনো উপায় নেইরে !
সময় যথারীতি গড়াচ্ছিল ।কিন্তু à¦ªà§à¦°à¦¬à§€à¦°à¦•à¦¾à¦•à à¦° কোনো সংবাদ à¦›à¦¿à¦²à¦¨à¦¾à¥¤à¦“à¦¦à§‡à ° দিনগুলো কেমন অন্যরকম হয়ে যাচ্ছিল।নঠুন ভাঁজভাঙা জরিপাড় শাড়ীর সঙ্গে ছেঁড়া ব্লাউজ পরে বসে বসে কাকীমাকে গুল দিতে à¦¦à§‡à¦–à§‡à¦›à¦¿à¥¤à¦®à¦¾à ¦¨à§‡ বুঝতে সময় লেগেছিল। জানালার কবাটে মাথা রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। কখনো রান্নাঘরেঠমেঝেতে দু’তিনটে পিঁড়ি লম্বা করে পেতে অসময়ে আঁচল মুড়ি দিয়ে শুয়ে থাকতেন à¦®à¦¾à¦§à§à¦•à¦¾à¦•à§€à¦®à ¾à¥¤ সুমন নান্টু ঝুম্পা ওদের জামা কাপড়গুলো মলিন হতে হতে একসময় এদিক ওদিক দিয়ে ফুটো বেরিয়ে গেল।কাকীম ¦¾à¦° শরীর নিরলংকার হল দ্রুত।সারা ক্ষণ একটা বুকচাপা কষ্ট হত আমার।ভাত মুখে দিতে চোখে জল à¦†à¦¸à¦¤à§‹à¥¤à¦°à¦¾à¦™à¦¾à œà§à¦¯à§‡à¦ à§€ বলত –বেশীবেশী !
কবে থেকে যেন কাকীমা ব্যাগকাঁধৠ‡ বাইরে বেরোতে শুরু করলেন।টানঠŸà¦¾à¦¨ ফিটফাট হয়ে।কাকুর অফিসে যেতেন বোধহয়। সুমন একদিন চুপিচুপি খুশীখুশী গলায় বলল- জানিস মা’র চাকরী হচ্ছে,ওইযে যারা মাঝে মাঝে আসে আমাদের বাড়ীতে তারাই মাকে চাকরী করে দেবে বলেছে।
রাঙাজ্যেঠৠ€ ছিলেন পাড়ার রয়টার।চেহঠরার নিখুঁত বর্ণনা দিতে পারতেন,কোন বেলা কবে কবে কে কে যাতায়াত করছে ও বাড়িতে। দিন মাস বছর বসে থাকেনি। পাড়ায় বোধহয় কারুর জানতে কিছু বাকীও ছিলনা। সবাই এড়িয়ে চলত। আমি মারধোর খেয়েও জোর করে à¦¯à§‡à¦¤à¦¾à¦®à¥¤à¦•à¦¾à¦•à €à¦®à¦¾à¦° নিন্দেমন্ঠআমার ভেতর একটা জেদীভাব তৈরী করে দিত। না গিয়ে পারতামনা। গিয়েও ভাল লাগতোনা। কাকীমা আমাকে কেমন এড়িয়ে চলতেন। কারণ বুঝতামনা ।কষ্ট পেতাম । রাগ হত খুব।
একদিন জ্যামিতিখঠতা খুঁজে পাচ্ছিলামঠা। মনে হল সুমনকে দিয়েছি বোধহয়। ও নিত মাঝে মাঝে।সেটা আনতে গিয়েছিলাম সন্ধে রাতে।আট সাড়ে আট হবে।দরজা জানালা বন্ধ দেখে ফিরেও আসছিলাম।হঠ à¦¾à§Ž খুট করে খুলে গেল দরজাটা।একঠা হাতাকাটা নাইটি গায়ে বেরিয়ে এসেছেন আমার à¦®à¦¾à¦§à§à¦•à¦¾à¦•à§€à¦®à ¾ । একদম অন্যরকম à¦²à¦¾à¦—à¦›à¦¿à¦²à¥¤à¦¸à¦™à à¦—à§‡ একজন টলোমলো মধ্যবয়স্ক à¦²à§‹à¦•à¥¤à¦—à§à¦°à¦¿à¦²à ‡à¦° তালা খোলার অবসরে লোকটা কাকীমাকে পেছন থেকে বিশ্রীভাবৠজড়িয়ে ধরেছে … ঘাড়ে গলায়…আমার দম আটকে আসছিল।মনে হচ্ছিল নোংরা কালো মোটা একটা টিকটিকি কাকীমা্র সর্বাঙ্গ চাটছে। কাকীমা তো টিকটিকিকে খুব ভয় পান। তবু গা থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে্ননঠ¾ কেন? মুখে কই ভয়ের চিহ্ন নেইতো। কেমন নির্বিকারॠছিঃ!ঘেন্না লাগছেনা কাকীমার? গলি থেকে একটা পাথর তুলে ছুঁড়ে à¦®à§‡à¦°à§‡à¦›à¦¿à¦²à¦¾à¦®à ¤à¦¸à§‡à¦Ÿà¦¾ কোথায় লাগল দেখার জন্য দাঁড়াইনি আর ।
ছুটতে ছুটতে বাড়ি ফিরেছি।রাঠ¤à§‡ প্রবল জ্বর।বিশ্র ী সব স্বপ্ন।প্র লাপ বকেছিলাম সারারাত। একরাতেই যেন বড় হয়ে গেলাম অনেকখানি ।বড় হবার যন্ত্রণা সেদিন বুক ফুটো ফুটো করে উল্কির মত বসে গিয়েছিল ।
এরপর ঠিক জানিনা কবে ওরা এপাড়া ছেড়ে চলে গেল।সুমন স্কুল বদলালো।শুঠতাম কোথায় অনেক দূরে ভাড়াবাসায় থাকে। মাধ্যমিক পরীক্ষার পর কোনো একদিন দিগেনই বোধহয় বলেছিল কাকীমার চাকরী পাবার à¦•à¦¥à¦¾à¥¤à¦¶à§à¦¨à§‡à¦›à ¿à¦²à¦¾à¦® কাকুর প্রাপ্য টাকাগুলো পরে ওরা à¦¬à§‡à¦¶à§€à¦­à¦¾à¦—à¦Ÿà¦¾à ‡ পেয়েছে। সুমন হার্ডওয়্যঠর এর দোকান দিয়েছে। নতুন বাড়ি কিনেছে ঠাকুরপাড়াৠ… এসব তথ্য না চেয়েও সময়মত কানে এসে যেত।
চিতায় জল ঢালছে সুমন।ধোঁয়ঠর কুন্ডলী ছাইসহ ওপরে উঠে à¦¯à¦¾à¦šà§à¦›à§‡à¥¤à¦•à¦¤à ¦à¦¿à¦¨ ধরেই তো জ্বলছিল চিতাটা। ঠান্ডা হল।শান্ত হল ঘেন্না যন্ত্রণা দোষঘাট মান অপমান। জানকীরাম মাটির হাঁড়িতে কাকীমার অদাহ্য অবশেষটুকু সুমনের হাতে তুলে দিল।
হঠাৎ ভেতর থেকে আটকে থাকা চাপাকান্নঠর মত কি যেন ছিটকে বেরোলো আর তার দমকে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। চিতু নামের দশ/বারো বছরের সেই ছেলেটা আমার ভিতর থেকে শরীর ঝাঁকিয়ে চিৎকার করে উঠল,আমি কি তোমার কেউনা কাকীমা ? সুমনই সব ? তুমি ছাড়া আর কে ছিল আমার ? একদিনও কি, একটি বারের জন্যও কি তুমি আমাকে ডাকতে পারতেনা ? কেন ডাকলেনা কাকীমা ? কেন কোনোদিনও কাছে এসে মাথায় হাত রাখলেনা ? কেন পর হয়ে গেলে ? কেন ? থরথর করে কাঁপছিল শরীর। জ্ঞান হারাতে হারাতে মনে হল কেউ কি স্নিগ্ধ হাতে একবার ছুঁয়ে গেল কপালটা ?
=০=