কবিতাগুচ্ছ

প্রবীর রায়

ফটোগ্রাফ

গাছটার জীবন বিফলে যায়নি
ফুল ফল ও পাখিদের জীবন আলাদা আলাদা
মানুষের মত তারাও কিছুদিন পরে চলে যায়
অনেকের ছবি থাকে
কারও থাকে শিকড়ের দাগটুকু শুধু

গাছটিও জানতো এইসব
মানুষের কাছেই জেনেছিল



পোষাক

আজ তুমি গেরু্যা রঙের কিছু পরেছো
সন্ন্যাসিন ী ভেবে কাছে যাবো কেন

কালো রাস্তাকে নিয়ে
কৃষ্ণকলি নামের কোনও কবিতা লিখিনি
জানি আজ হিংসার কথা বলতে এসেছো



পুরনো ছবি

শীর্ণ হাত দিয়ে যখন তুমি কাজগুলো করো
অসম্পূর্ণ তোমাকেও মনে মনে তৈরী করতে পারি
একজন কবিতাপাঠকৠ‡à¦° মত সময় দিতে পারি অনেকটা
এই হাতদুটো ধরেই চেয়ে থাকতাম একদিন