মৃত্যু পরবর্তী শিলালিপি

রাহুল গাঙ্গুলী

১
রাতের আংশিকে থমকে আছো
আয়না।আয়না কথা = কথাভীড়
আকছো উল্টো ছবি (০-গর্ভ-অবয়ব)
হিশহিশে ছুরি : ভূলে যাওয়া ফালাফালা আপেল
ছুরিটা এখানে বিশেষ প্যারাডক্à¦


২
ফিরে আসছি পাতালযুবতৠর কাছে
আরশিতলা
প্যারাশুট
শিকার
গন্তব্য অপরাধী হোক = নিঃশর্ত আত্মসমর্পà¦


৩
ওপাড়ায় ঘুরতে যাই
তোমার গোপন ঘুড়ি দড়িতে শুকোচ্ছে
পাশ ফিরলে : বুনো ঝোপ (আড়াল)
এখান থেকেই ছুতে পারি কয়েক নটিক্যাল মাইল
ইশারায় ডুবছে বেশ্যালয় = বড্ডো বৃষ্টি অসুখ


৪
মাস্তুলে জমা পড়ছে পলিমাটি
আকরিক খাদান জুড়ে : মেঘ।মেঘ (মেঘ)
এসব গুমোট ভালো লাগে না।খোলা জানলা
আলো (অন্ধকার) নরক ও বিদ্যুৎ
চোখ ঝলসায় : অথচ সেই নগ্ন আশ্রয়দায়ী হাত


৫
জানতে পারি নি ঝড় থেমে গেল কখন
বর্ষাতি মাখামাখা আলপথ : নির্বিচার সর্বনাশ
নদীকথায় ঘুম নেই।রোদ ও রোদের গভীরতা
সম্পূর্ণ মৌযাপনের উল্লাস।সমৠের ভিত খুড়ে
১ জটিল সমীকরণ ≠ (অসম্পূর্ন সম্পর্ক বিশেষ)