চড়াই যদি বড়াই করে
লড়বে কাকের সাথে:
ঘা লাগে না আঁতে?
আপনি হয়তো বলতে পারেন-
‘কী আসে-যায় তাতে!’
এসব নিয়েই কাক-সমাজের
মিটিং আছে রাতে।
চা-ট্টি-খা-নি কথা!
সব কিছুতেই জড়িয়ে আছে
আদিম কিছু প্রথা;
এটাই নিয়ম, কাকরা দেবে
হানা চড়ুইর ডিমে,
খুঁজবে চড়ুই পোকার বাসা
ফুল ফুটলে শিমে।
সেই চড়ুই-ই বলে কি না
ভাঙবে কাকের মাথা!
ভাবছেন কী-
এই খবরের আছে
যর্থাথতা?
রাখেন রাখেন, রাখেন;
এইটুকুতেই ছানাবড়া
করেন চক্ষুযুগল!
শেষ খবরের জন্যে কি আজ
সার্চ দিয়েছেন গুগল?