বহুদূরে
পুবের আকাশে
ক্রমে স্ফীত হয় মেঘ
ধেয়ে আসা হাহাকারে
আকন্ঠ নেশায় ডুবে
অলীক চুম্বন কাকে ভেবে
কে যে উৎফুল্ল আজ বেশি
ওড়ায় যুগপৎ ধোঁয়া ও
খুশি
গড়ালে সময় নাকি আসে
অবসাদ?
পুবে ঝড়, নাকি পুবে ঝড়ের
আভাস!
ডুবে কি যায়
যায় ডুবে শেষে
আমাদের রেডকিন পয়েন্ট?
পথ বাঁক খেল নতুন
ঠিকানায়। হাওয়াগুলো
মস্ত হয়ে ওঠার আগে সাঁই
সাঁই ছুটে গেল হাইওয়ে
ধরে । স্যুইপ
প্যানোরামায় মেঘনার
বুকসহ ধরা গেল জেটি।
স্লেট হয়ে ওঠা আকাশ
ধরতে গিয়ে ওয়াইড
এ্যাঙ্গেল লেন্স থামল
ঘন অশ্বত্থ আড়ালে।
আমাদের সব পথ এভাবেই
চলে গেল পুবে।
পুবে ঝড়, পুবে নিয়তি
বন্দর। মহাবিপদ্
সঙ্কেত আট।
সম্ভাব্য দুর্যোগ
মোকাবেলায় ক্যাপ্টেন,
তুমি কি প্রস্তুত আজ?
হাইওয়ে হাওয়া বাড়ে আরো।
পাল্লা দিয়ে গতি বাড়ে
নিবিড় চন্দ্রযানের।
শহরতলি ছাড়ালে বন্দর।
টঙ পথে লাল চায়ে ঝড়ো গতি
কমে আসে কিছৃ। বরফের
ওপর হেঁটে বেড়াতে
বেড়াতে তুমি তখন আমাকে
দাও মখমলি চাঁদবিহীন
মেঘে বুঁদ হয়ে আসা এক
সন্ধে। তবে কি বাতাসের
উল্টোদিকে এবার আমরা?
গুগল ম্যাপের পিঠে
জরিদার নীলে ভুল-ভুল
ফুল ফুটে আছে । ফুলের
ভুলেতে যদি যাই ডুবে,
আমিও কি বনকর্পূর হব?
সে বৃক্ষকেই
জেনেছিলাম মহান
শুনেছিলাম টোটেম
ইতিহাস সে
দেখি আজ সেও পড়ে নু’য়ে
হাত রেখে হাসে উদোম
ঢেউয়ে
যেন রুপোলি গিমিক
রুপোর মতই তার চোখ, করে
চকচক
এ বৃক্ষকে জেনেছিলাম
মহান?
এইসব ইশারা ইঙ্গিতে
দূরে
দূরে কারা দিশেহারা চোখ
বুজে ফেলে ভয়ে
আরো দূরে কেন কাঁপে
উল্লাস মাস্তুল!
থেকে থেকে কারা যেন
বেসুরে ধরে যায় সুরের
দোহার
পোর্ট কন্ট্রোল! হেল্প
হেল্প.. সেইভ আস..। দুলে
ওঠে সমস্ত জাহাজ। নোঙর
ছিঁড়ে গেছে। সমুদ্রে
যায় বুঝি ভেসে খড়কুটোসম
এই বিশাল জাহাজ। জাহাজি
ডেকে রেখে আশ্লেষী
চুম্বন, আছড়ে আছড়ে পড়ে
ঢেউ। ক্যাপ্টেন, ওহ
ক্যাপ্টেন। হাওয়া বড়
প্রতিকূল আজ। টাগবোট
ফিরে যায়, সাগর প্রতিপল
আরো উত্তাল। আমরা দুলছি
হাওয়ায়। আমরা দুলছি
ঢেউয়ে। এই বুঝি যাই
ডুবে আজ।
যদি ভেসে যাই, যাই যদি
ডুবে..ক্যাপ্টেন?
এস ও এস..
এস ও এস..
পোর্ট কন্ট্রোল!
হেল্প হেল্প..
সেল্ফ পাওয়ার, ফেইলড..
সেন্ড আ টাগবোট
ফাস্ট!
উত্তাল তরঙ্গ জলের ওপর
স্কি করতে করতে ফিরে
তাকায়। স্টেপ ব্যাক,
স্টেপ ব্যাক! ভুলে কি
গেছ? জাহাজডুবি থেকে
তোমাদের কতবার, বল
কতবার ফিরিয়েছে সে?
তীব্রতর প্রাকৃতিক
আঘাত পারেনি দমাতে তাকে
কখনো। স্টেপ ব্যাক
প্লিজ! ভাবো একবার!
সিদ্ধান্তে স্থির যে,
সে ক্যাপ্টেন। জ্বলো আজ
জ্বলে ওঠো আরেকটি বার!
কাম ব্যাক! প্লিজ কাম
ব্যাক!
আমরা কি প্রস্তত নই তবে,
ক্যাপ্টেন?
মৃত্যু নিশ্চিত যদি
ভায়োলিনে কেন ওঠে না
বেজে আজ সমর সঙ্গীত।
জ্বলে কেন ওঠো না তবে আজ
শেষবার?
এস ও এস..
এস ও এস..
পোর্ট কন্ট্রোল!
হেল্প হেল্প..
সেল্ফ পাওয়ার
ফেইলড..
ফেইলড..
ফেইলড...
**********
ডেস্ক নিউজ:
প্রবল তাণ্ডবের মুখে
দুমড়েমুচড়ে যাচ্ছে যখন
জাহাজ, সেই মুহূর্তেও
ক্যাপ্টেন হাল
ছাড়েননি। প্রবল
লড়াইয়ের মধ্যেও তিনি
বলছিলেন- পুব, আমাদের
পুবযাত্রা অব্যাহত
থাক...