ক্যালেন্ডার থেকে কেউ
সরিয়ে দিয়েছ অটাম। একা
একা কাঁদছে আমাদের
হাওয়াইন জঙ্গল।
দানিয়েল, ঈর্ষার পরেও
থাকে চিত্রশিল্পীদের
যৌনতা। আমরা যার যার
দূরত্ব নিয়ে আকাশ
দেখেছি। তার গায়ে এঁকে
দিয়েছি সিস্টিন
চ্যাপেলের ফ্রেস্কো।
চিত্রিত আকাশ দেখো, তার
সোনালি কেশর নিয়ে সুর
তুলছে মিকেল এঞ্জেলো।
দানিয়েল প্রিয়তম বন্ধু
আমার, ঘনিয়ে আসছে ‘দ্য
লাস্ট জাজমেন্ট’ এর
ক্ষণ। আমাদের জন্য
অপেক্ষা করে আছেন
মহামতি এঞ্জেলো। দ্রুত
ফিরে এসো, হাওয়াইন
জঙ্গলের
ক্যালেন্ডারগুলো তুলে
নিয়ে যাও।