আমার দিকে বিগলীত
কিছু কামরাঙা বিকেল
ফুটবল আর সুড়সুড়ি।
তোমাদের পোষা পায়রার
নাম ছিলো বর্নভিটা।
বন্যায় ফি বছর ভিটা
হারা
আমাদের বেকেনবাউয়ার
স্বপ্নে ঢিল দিয়ে
বলতেন,
ফুটবল !
এক গলা জলের ভেতর
দাঁড়িয়ে
খেলা যায়।
পায়রার চিঠি আসত সে
সময়।
শিরশিরানি দিয়ে শীত করত
খুব।
তোমাদের মেরুন কালার
ছিপে
আমার ঊরু গেঁথে যেত
বারে বারে।
আয়তাকার ফুটবল মাঠে
কতো টুকরো টুকরো
বর্গকার
আমাদের অভিসরণ!
একদিকে বেকেন বাউয়ার
ওপর দিকে গোলপোষ্ট।
তোমার সারা গায়ে
ছিদ্র খুঁজে গেছি আমি।