সাইকো সাইকো
শহরে অবরোধ
গ্রামে
বন্দরে-
বড় বড় ট্রাক আগুনে
পুড়ছে
অসি' পুড়ছে
মজ্জা পুড়ছে
সিনেপেস্নক্সে গেরিলা
ছবির প্রিমিয়ার শো
প্যারিসে শোক মিছিল
বগুড়ায় লাঠি মিছিল
আগুন জ্বলছে কাভার্ড
ভ্যানে
ট্রেনের
কম্পার্টম্যান্টে
করোটিতে ফুলের মুকুট
জরায়ুতে ডাবল গ্রেনেড
সাইকো সাইকো
আলফ্রেড হিচকক
আমি জেগে আছি
তুমি ঘুমাতে যাচ্ছ
আমি যাচ্ছি না
অনেকে জেগে থাকছে
অনেকে বারম্নদ
পোড়াচ্ছে
কেউ কেউ আগুনে ঘি
ঢালছে
ঘিয়ে আগুন-
একজন নিবিড় মনে কেটে
চলেছে স্রোাতহীন
জলধারা
অনেকে ঘুমাতে পারছে না
কেউ কেউ ব্যাংকের ভল্ট
ভাঙছে
কবিতা লিখছে কোনো একজন
তুমি ঘুমাচ্ছ
আমি জেগে আছি...
চক্রায়ন
রাত ভোর হল
ভোরও মধ্যাহ্নে গড়াল
তিন তারে সেতার
দুপায়ে
হোমোসেপিয়েন্স
সাঁওতাল নারী সাঁওতাল
পুরম্নষ
আঁকাবাকা পথ পাহাড়ের
খাদ
ঠোঁট এখানে আলোর কু-
দুহাত বর্ষার ধারা
ভোর শেষ হয়ে রাত্রি
গাঢ়
রাত শেষ হয়ে ভোর
ঠোঁট এখানে আলোর কু-
দুহাত বর্ষার ধারা
ত্রিশুল ত্রিশুল
পেচোরিন জর্জিয়ায়
সালমা নীলফামারিতে
রোদের মুকুট
তারার আলো
ব্যাগ ভর্তি কাশফুল
এই ছিল সম্বল
পায়ে পায়ে নরকের
হাতছানি
স্বপ্ন দিয়ে ঘেরা
বোধিঘর
সিদ্ধার্থ, বসনত্মসেনা
নদীকূলে করে বাস
হাতে কাসেত্ম, মাথায়
মাথাল
নীলাম্বরী শাড়ির আড়ালে
সত্মনের জেগে ওঠা
কাঠ চেরাইয়ে দিন মাস
কাঠ চেরাইয়ে বছর
অফুরান
চিটা ধান কয়লা শরীরে
আগুন
একটা আসত্ম মানচিত্র
বদলে গেল
একটা ভাষা নির্মূল হয়ে
গেল
ভেতরে জুঁই ফুল জলের
আর্তনাদ
ভেতরে অসুর দুর্গার
ত্রিশুল