অবিশ্বাস্য দিনগুলি
সুউচ্চ পাহাড় থেকে
ছলাকলায় ফিরে
আসে
বিস্তৃত
ক্ষুধায়
পাহাড়ে ভ্রমণের মতো
নিরাপদ আনন্দ
অনেকে পেয়েছে
জানি
অনেক রসনা গেছে আড়ালে
গোপনে ভেসে
কখনো মেঘের কোমর ধরে
চাঁদের গ্রীবায় চড়ে
ক্রোড়পত্র লেখা হয়
দীর্ঘ ভ্রমণের পরে
আমার প্রীতিমুগ্ধ দিন
হাড় ভেঙে ফিরে এলো
আরোগ্য নেশায়।
অথৈ শুশ্রূষা ঘিরে
বিলবোর্ড ঝুলে আছে
রাত্রির চূড়ায়
আলোকের এত কাছে ঋজু সুখ
বসে থাকে
তবু কিছু অসীমতা,
রণহাওয়া সহিংস
প্রকাশ্য হয়ে
তোমাকে উড়িয়ে দেয় মেঘের
উজানে
পাহাড়ে ভ্রমণের পরে
ছলাকলা বেঁচে থাকে
তুমি আমি ভেসে গেলে
বিরোধী হাওয়ায়