ফিরে ফিরে ডাকে

বিদ্যুৎলেখা ঘোষ


নতুন বসন্তের সকালে দূরে কাঠবাদামেঠ° গাছে
দেখি আধো আধো বোল কচিপাতারা সব
বর্ণপরিচয় সহজপাঠ মেলে ধরে আছে
পড়ুয়া যত কোকিল পাপিয়া চড়াই শালিখ
কই সেই শিশুরা যারা বাংলায় কথা কয়?
গান গোঁজা কানে পৌঁছয় না পাখির কুজন
যন্ত্রঘর মগজে ভরে নিয়ত পঞ্জিকৃত জীবন।
পাঁচ ছেলে মিলে গোয়েন্দা হয় না আর
থলথলে চর্বিতে পিছলে যায় ফলের গাছ
তাই ডাইনির ঝাঁটায় গিয়ে মহানন্দে চড়ে
ভুলুক দেখিয়ে ভুলিয়েছে বুঝি ইশারা মাধ্যম?
এইসব ভাঙা গলা একদিন আওয়াজ ফিরে পাবে
যেমন ফিরে ফিরে ডাকে অমলিন ‘একুশ ’।।