কোথাও কেউ প্রাণের
আনন্দে গলা ছেড়ে গাইবে
আমাদের প্রিয় জাতীয়
সঙ্গীত,কেউ জ্বলজ্বলে
পতাকার দিকে তাকিয়ে
নীরবে ফেলবে
অশ্রু,হারানো
মুক্তিযোদ্ধা স্বজনের
জন্য ।
কোনো তরুণ মাথায় লাল
সবুজ পতাকা বেঁধে তার
বন্ধুটিকে টেক্সট করবে
:
কাইয়ুম চৌধুরীর ছবিটা
প্রাণে ভাসছে ।
বাংলাদেশটা আমাদের
পরাণের..আয় দেশটাকে
ঢেলে সাজাই ...
হয়তো কোনো নিরিবিলি
গ্রামে মা তার
স্কুলগামী সন্তানের
পাতে ঢেলে দিবে গরম ভাত
আর টকটক ধনে পাতা
ভর্তা...
কোত্থেকে ছোট বোনটা
দৌঁড়ে এসে সামনে
দাঁড়াবে মায়ের চাল ধোয়া
স্নিগ্ধ অবয়বের
সামনে,হাতে তার লাল
টমেটো,সদ্য বাগান থেকে
তুলে আনা । মাকে বলবে;
: মা,ধইন্যা পাতা ভর্তার
মাঝখানে টমেটাটা দিয়া
দেই ?
গরম ভাতের মাঝে সবুজ আর
তার মাঝে লাল ।
আমাদের প্রিয় পতাকা ..
আ মরি বাংলা ভাষা !