হ্যান্স ম্যাগনাস এনজেনৎসবার্গারের কবিতা

হিন্দোল ভট্টাচার্য



à¦›à¦¾à§Ÿà¦¾à¦°à¦¾à¦œà§à ¯

১

এমনকী এখানেও আমি একটা জায়গা দেখি
একটা মুক্ত জায়গা
এখানে, ছায়ার মধ্যে

২

এই ছায়াটি
বিক্রির জন্য নয়

৩
সমুদ্রও হয়ত
একটি ছায়া ফেলে
তেমন ছায়া পড়ে
সময়েরও

৪

ছায়াযুদ্ধঠুলি
খেলার মতো
কোনও ছায়া
একে অপরের আলোকে বাধা দেয় না

৫

ছায়ার মধ্যে যারা থাকে
তাদের মেরে ফেলা যায় না

৬

à¦•à¦¿à¦›à§à¦•à§à¦·à¦£à§‡à ¦° জন্য
আমি ছায়ার বাইরে পা রাখি
à¦•à¦¿à¦›à§à¦•à§à¦·à¦£à§‡à ¦° জন্য

৭
যারা আলো দেখতে চান
যেভাবে তা আছে
তা দেখার জন্য,
তাদের লুকোতেই হবে
ছায়ার ভিতরে

৮

ছায়া
সূর্যের চেয়েও উজ্জ্বল
মুক্তির ঠাণ্ডা ছায়া

৯

ছায়ার মধ্যে সম্পূর্ণ
আমার ছায়া আত্মগোপন করে

১০

ছায়ার মধ্যে
এমনকী সেখানেও আছে ঘর


অভ্যেসের শক্তি

১

সাধারণ মানুষ সাধারণভাবৠই
সাধারণ মানুষকে খুব একটা পাত্তা দেয় না
উল্টোটাও সত্যি।
সাধারণ মানুষ মনে করে
মানুষ তাদের অসাধারণ বললে
এই বলাটাই হল অসাধারণ।
আর সঙ্গে সঙ্গেই তারা সাধারণ হয়ে যায়।
উল্টোটাও সত্যি।

২

একজন যদি সবকিছুতেই অভ্যস্ত হয়ে যায়-
তাতেও সে অভ্যস্ত হয়।
আমরা সাধারণভাবৠবিষয়টিকে বলে থাকি
শিক্ষার পদ্ধতি

৩

এটা যন্ত্রণার
যখন অভ্যেসের যন্ত্রণা আদৌ কোথাও নেই।
জীবন্ত মন কী ক্লান্ত
নিজের জীবন্ত সত্ত্বাটিঠে নিয়ে!
একজন সহজ মানুষ
সহজ হওয়ার জন্য নিজেকে জটিল করে ফেলে।
আর সেই জটিল মানুষ নিজের
জটিল সত্ত্বার উপর হেঁটে যায়
এই শাশ্বত শিক্ষার্থৠরা
যারা বহু আগেই শেষে পৌঁছে গেছে, জানে
ঘৃণা করাটাও এক দামী অভ্যেস।

৪
সত্যি সত্যিই অবাঞ্ছিত-
আমরা তাদের বলি
যাদের প্রতি আমরা অভ্যস্ত হয়ে পড়ি।
আত্মীয় মনে হয়
আমাদের সমস্ত অভ্যেস।

৫
শক্তির অভ্যেস যা সমস্যায় পড়ে না, তা
অভ্যেসের শক্তির মধ্যেই ঘুমিয়ে পড়ে।