মার্জিন
ফিরে যাবার রঙ দেখা
হয়নি তাড়াহুড়ায়
ফ্লাইট ধরার পর জানালায়
ঘনিষ্ট রোদ,
ভাসে হাওয়াই মিঠাই।
ফিরে যাবার রঙ ফিকে হয় ,
গ্রে মার্জিনে ,
ভাঁজ করা হলুদাভ কোণ
সুর না করা লিরিক ,
ছিঁটেফোটা সুরের
মাইগ্রেশনে ছটফট করে।
ফিরে যেতে হবে আসসালাতু
খাইরুল মিনান নাউম
হারানো গেল যৌথ ভোর ,
পাতারভেলার আওয়াজ ।
আজ ফিরে যাবার রঙ দেখে
নাও
ক্রমশ: মিলিয়ে যাবার
তুলিময় পথ এখন ফিনিশিং
টাচে।
ফিরে যাবার সাথে , ফিরে
না তাকানোর অনেক মিল
আছে।
তাকালেই এরা ম্লান ,
আলোহীন
এরা ভ্রম
এরা ঘাপ্টি মেরে থাকা
পাটিগণিত ।
ব্রেইলে আঙ্গুল রেখে
সকাল ফিরে গেছে
চোখ থেকে ফিরে গেছে
কোলাহল ।
মন মুছে গেল কী অনায়াসে
,
অথচ কী আয়োজনই না ছিলো
প্রেক্ষাগৃহ পূর্ণ
করতে !
তোমাকে, থেকে থেকে মনে
পড়ছে, ক্যারামেল
পপকর্ন।।
মিসকল
খটখটে বিপথগামী ম্যপেল
পাতাটা যখন
ময়লাপানিতে টুপ করে পড়ে
ভিজে যাচ্ছিল ,
ঠিক তখনই উড়তে শুরু
করলাম পরবর্তী জীবনে
লাইসেন্স নবায়্নের
সুযোগ ফসকে গেলো এ
যাত্রা।
বৃষ্টি ছপছপ , ছপছপ,
ছ্যাদলা পড়া বারান্দা
সমেত পিছলে পড়া স্পঞ্জ
ঘানিতেলে চিনেবাদাম,
ঝাঁজমাখা মুড়ি।
একরোখা নেভিব্লু ,
জিগজ্যাগ,
জায়গায় জায়গায় খাবলা
করে রিপুস্টিচ।
অল্প করে তাপ এলো,
পুরোটা শীতল হবার আগে।
বেশ তকতকে করে মিটে
গেছে
বিধর্মী
আত্মীয়তাটুকু।
এবড়ো থেবড়ো পাথরের পথ ,
আবছা আলো, চিকন গলি ,
টুংটাং সাইকেল, চিনতে
পারো?
এটাই চেইন পড়া ডেড এন্ড
,
তোমার পালস রেটটা
ইরেগুলার , কেন জানি কল
যাচ্ছে না।