ঘুড়ি ১
মাঠ বেয়ে নেমে আসছে
ছায়ার সানাই
একটা লাল ঘুড়ি পুড়তে
পুড়তে হারিয়ে গেল
এ মাথায় বিলাওয়াল না
রেডিও?
শিরদাঁড়া গুটিয়ে রাখছে
অন্ধকার
গুহার নীচে জল
সাঁতারের হাতগুলো মেপে
নেয়
হাড় আর বুকের ওজন
কে বাজায়?
অন্ধকার হুমড়ি খায়
আলোর অর্গ্যান
চোখ খাবলে নিয়ে
নদী পাহাড় উপত্যকা আর
ফুলবাগানের টুকরো
আহা চোখ! আহা আলোর চোখ হয়
না…
ঘুড়ি ২
মেদ জমছে হাওয়ায়
ডাউনলোড করে নিচ্ছি
আগুন
তার ধোঁয়ার গন্ধ পোশাক
খোলে
স্বমেহনে রাত
ছাই শুঁকে শুঁকে ফিরে
আসবে ঘুড়ি
হাওয়ার ভাবনায়
এখন শীত, দুধ আর বাজরায়
কালো প্লাস্টিকে রাত
মুড়ে নিচ্ছে
তার সবক'টা হাড়ের
সাক্ষ্য