এক
এক পিস সূর্য আমিও চাই
জমা চাঁদে মুভি নিভু
নিভু
আমি জ্যোৎস্নার দিকে,
জ্যোৎস্না ম্যারিনার
দিকে হাঁটতে হাঁটতে …
জলের নিচে অর্ধেক
শ্যাম, অর্ধেক রাই
নিভছে
জ্বলছে
যেভাবে কাচের নৌকো
আয়েস্তা আয়েস্তা
বাইরে দেবীপক্ষ
রাত সরালেই আমাদের হটাৎ
…
দুই
তুমি আমাকে রোজ নদী
শেখাও
আধঘণ্টা পর পর চুপ হয়ে
যায় জল
প্রতিবার আপেলের ভেলকি
সাঁতার সাফ করে
বিছানায়
সিঁদুরের শব্দে সাইকেল
খুলে বসে নিউটন
আয়নায় ওলট -পালট ঘর
সকালটা সারানো গেলনা
কিছুতেই……
তিন
প্রেমে ছায়া রাখি
নীলের মাপে
আলো লোড হচ্ছে
যেদিকে প্যাঁচানো
সন্ধ্যা সেদিকেই
বৃষ্টি জমে জমে
শেক্সপিয়ার
গরম চা-য়ে ঘুম ঢেলে
দিতেই তছনছ পায়রা
কবিতার নষ্টে তাজমহল
বাড়ছে
লেট
মি
ট্র্যাভেল