ভেসে গেলেই : ভাসমান
ছায়া
ইউক্লিডীয় জ্যামিতি
শেখাচ্ছে ছায়ার
প্রতিসরণ
ততোটাই : জলীয় শরীরে
বাড়ছে নুনভার
এখানেও কিছু ফোঁটা______
সাদা পতাকায়।তারপর :
নিঃসঙ্গতা কাটুক
কষাটে হলুদ বাবুই (তাঁত
বোনার পাহারা)
শান্তির ভিতর খাঁজ।ভয়
ভাঙে
জলছবিতে নিখোঁজ মুখোশ =
থইথই খনিজ
ওপারে কয়েকটা ফোঁটা
চুপচাপ
পৃথিবীর ১০টি চোখ_______
২হাত পেছনে : পিছল্
আগ্নেয়গিরি
শ্যাওলা বরফের সেতু :
ঘটে যাওয়া ফনিমনসা
ঘুরছে সৌরচাকা।বেগুনি
মহাকাশ ছুঁড়ি
নিভছে মমীর শহর :
বার্ণিশ রাহাজানি
মুছছে রাতের
ঘুড়ি।বাইপোলার
ল্যাম্পপোস্ট
মাটির তলীয়
ছাদ।উল্টানো বারুদ
ঝর্নাকুচি পার করে
এলে______
খোঁপাতে সাজাই মেরুন
ধুতরোর আঁচল
ওড়না জ্বলছে।মেঘলা
চুমুক : ভারভার
হিলিয়াম উপত্যকায় চলছে
এক্সপেরিমেন্ট
ছুঁতে আসছো।গোটানো
ব্যক্তিগত
আপেক্ষিকতা
অভিমানী রাতের
জৌলুস।চাঁদের বাড়ি
মাটি সরালে নিরাপদ খাদ
ও গণখামার
যতোটুকু কবিতায়
মুখোশ________
সঙ্গমহীন লাশের দাবি
রাখা সময়
মিছিলে চলছে কারসাজি
বেলুনগুলো ছিড়ে নিচ্ছি
ক্যালেন্ডার থেকে
তোমার মতো করে নাভির
চামড়া
বহুফসলি কমলা ধুতরোর
ক্ষেত
ছড়াচ্ছো আলাদিনের
প্রদীপ।ওড়াচ্ছো
এপারের মেঘলা রাহুল :
প্রদীপ নেভাচ্ছো
যে কবিতায় _____ মৃত
প্রজাপতির
(লাশ-বন্দিশ)
কোনো একদিন
সঙ্গম-সম্পর্ক : ভিতু
গোলাপ
পাপড়ি বিছানার গুমোট
কাপে : হৃৎ-ডায়নামো
ইলেকট্রিক
লুকোচুরি।খরুচে
বিপ্লবীর অ্যাসাইলাম
(দেশ + মানচিত্র = বমি) /
(মাটি + সীমান্ত = হিশি)
গা ঘামানোর
ঘুঘুফাদ।লালকেল্লা
জুড়ে
ফসিল ডায়নোসর =
অশোক
লাফিং বুদ্ধের
লোভী চোখ
রাজহাঁস ছুটে চলে জলীয়
ফোকাসে
ঘুমঘুম আবেশ ছুটছে
কু-ঝিকঝিকঝিক।তোমার
অবদমিত
চূড়ান্ত ঋতু জুড়ে :
প্রস্তুতি যুদ্ধ বা
অসুখ
আকরিক সন্ধান
ভুলি।অপরাধ ১০১ নটিকাল
সমুন্দর
এর চেয়ে খুন করো
প্রিয়া।চলুক তরল বোধ
সাদা কাগজেও দেখি
চুম্বকের
আত্ম-প্রতারনা