কয়েকটি না|অক্ষরের
ব্যাসার্ধ
কয়েকমুঠো অক্ষর
ছড়িয়ে দিলাম
<>>০<<>
চিনলাম
না পরস্পর
এই সূত্র ধরেই _______
১টি জলপ্রপা
ত ~ আয়না থেকে
কয়েকটা আয়
না ~
আকাশ থেকে
গভীর
আ
কা
শ
ঝুলবারান্দা থেকে
উ ইইইইই_____
ল্টা ব
নো - স
অ|যুত
নক্ষত্রগুলোর }}০{{
মনোলিথিক্
ড়ে
০-কৃতি|র ~
ব্যাঙ ও
প্র = ০
জা ≠ ০
প ≠ ০
জ ন্মা
য় তি = ০
।। ।।
।।
০ ০ ০
+++++++++++
শীতল বীর্যপাত
প র ব র্তী
অদৃশ্য [........]রা
ভিজেভিজে সোঁদা
এ শারীরিক ><
>< মায়া|বু-০
শ⁺
বⁿ
দ⁺
|| ও°
কো⁺
ষ™
কবুতরি মধ্যান্তর ______
মুহূর্ত ওড়ে
পালক ছেঁড়ে
}
কবুতর ওড়ায়
+++++++++++
কিছুকিছু
ধোঁয়াাা ________
ম ম ম
হা হা হা
= ≠ = }
ছেঁ/ড়া/ছেঁ\ড়া
কা কা কা
শ শ শ
≠ = ≠ }
ছিঁ।ড়ে।ছিঁ।ড়ে
ম ম ম
হা হা হা
কে ?
কখোন ?
০ = এ এ = ০
পা পা
র ←→ শ ↭
অনিশ্চিত ∞
পা পা
০ = ও ও = ০
অনভ্যস্ত হাওয়াপাম্প
]]] মাটি গলে
কাচ||কাচ ______
]]] বি|জায়মান
স⁺ম⁰য়₍₋₎
+++++++++++
ঘটনাচক্র
} কয়েকটা উন্মুখ
{
চলমান
||
ফুল ফুটছে
পাতায়-পাতায়
গাছ
গাছের তল || তলাতল
ছায়া
ছায়া বিষয়ক
নিয়ন্ত্রিত তথ্যকোষ
আপাত ত্বরণ ঝরঝরে
মাটিকলস
শেকড় শেকড় ||
ডুবডুবি ফুঁ
আকরিক
ছায়ামাটি
ফাটছে গভীর
||
√অংশাঅংশি স₌₁
মু₌₁
দ্র₌₁
∑(বায়ুযান)ⁿ
]
∝
বি|কল্পিত ০