মোবাইল ক্যমেরা অন হতেই
মিটমিট হাসছে সে । যেন
ক্যমেরা কত কালের বন্ধু
তার । অসম্ভব মিষ্টি এক
মুখ। লাইভ শুরু
হল………………
হ্যালো এভরিবডি , আমাকে
কি স্পষ্ট দেখতে
পাচ্ছেন আপুরা?
কমেন্ট করে জানান
প্লিজ।
আমাকে শুনতে পাচ্ছেন
ঠিকঠাক?
হ্যলো মণিকা আপু, হাই
সাদিয়া আপু , হাই
সামান্থা :D
কি অবস্থা , সবাই কেমন
আছেন বলেন ...
আজ একটু দেরীই হয়ে গেছে
কাজ থেকে ফিরতে। এত
জ্যাম !
আপনাদের জন্য বুটিক'স
এর এক্সক্লুসিভ ফোরপিস
চলে এসেছে আপুরা
,শিফনের ওপর এমব্রডারি
করা কামিজ , শিফন
দোপাট্টা ।
সুপার ফ্যশেনেবল
ড্রেসগুলো আমি এখনই
দেখানো শুরু করছি।
এগুলোর ক্যাটালগ অবশ্য
দিলো না। আমি নিজেই
নাম্বার বসিয়েছি।
কেউ কমেন্ট করছেন না
কেন ? আমাকে কি শোনা
যাচ্ছে না?
কমেন্ট করুন আপুরা ।
আমার লাইভটা বেশী বেশী
করে শেয়ার করে দিতে হবে
কিন্তু।
যে সবচেয়ে বেশী শেয়ার
দেবেন তিনি পাবেন একটা
চমৎকার ড্রেস এবং আমার
সাথে মাসের শেষে এক
কফিসন্ধ্যা।
সো ভিউয়ারস , আমি শুরু
করছি মেরুন কালারটা
দিয়ে , দেখুন।
আলোটা কম লাগছে?
দেখি আলো বাড়িয়ে
দিচ্ছি। এখন ঠিক আছে
আপুরা?
প্লিজ কমেন্ট .....................
হ্যালো ইয়াসমীন
আপু,অনেক দিন পর এলেন।
স্নিগ্ধা আপু আপনি
কিন্তু আজ লেইট।
আমি দেখানো শুরু করে
ফেলেছি।
এই যে দেখুন মেরুণের
ওপর গোল্ডেন কাজ করা
ড্রেসটা । কি সুন্দর
তাই না?
পুরো ড্রেসে পেটানো কাজ
, আমি ভাল করে ধরছি
দেখেন,
এই যে স্লিভের কাজ
দেখেন ।ওয়াও ! কি
বিউটিফুল !
দোপাট্টাতে চারপাশে
সিকোয়েন্স বসানো ।
গায়ের থেকে সরাতে ইচ্ছে
করছে না আমার ।
এত সফট আপুরা ,
ঐযে আংটির মধ্যে ঢুকে
যাওয়া আস্ত মসলিন শাড়ির
মতো।
ভাবছেন আমিই রেখে দেই?
না আপুরা আপনাদের পছন্দ
আগে।
কি বলছেন আমার পরণের
ড্রেস্টা আছে কি না??
না আপু এটা অনেক আগের
অলরেডি স্টক আউট।
তবু একবার ইনবক্সে চেক
করতে পারেন।
আজকের ড্রেসগুলো আমার
পরা ড্রেস থেকে অনেক
অনেক বেশী গর্জিয়াস
আপুরা।
এখান থেকে যেটা পছন্দ
আপনারা দ্রুত ইনবক্সে
ছবি পাঠিয়ে দেন। এই যে
আমি ড্রেসসহ দাঁড়ালাম ,
স্ক্রিন শট নিয়ে নেন
ঝটপট।
আজ কাহিল লাগছে আপুরা ,
দাঁড়াতে পারছিনা
ঠিকমতো।
হ্যালো মিথিলা আপু অনেক
দিন দেখিনা আপনাকে
কি লিখছেন? পড়তে
পারছিনা কেন যে……
আমাকে এরকম দেখাচ্ছে
কেন?
কি রকম আপু?
কেমন বিবর্ণ ! অন্ধকার !
?
রাজু আলোটা একটু
এডজাস্ট করে দেখ তো,
কোথায় গেলো সব।
নেট গড়বড় করছে আজ।
আমি ঠিকই আছি আপুরা।
আসলে ড্রেসগুলো সেল আউট
হয়ে গেলে টাকাটা হাতে
আসলে দেশে পাঠাতে হবে।
তাই হয়তো চিন্তায় মুখটা
ম্লান লাগছে।
এই ড্রেস পরেই তো অফিসে
গেছিলাম। এই যে সিল্ক
ম্যটেরিয়ালের ওপর
ট্রাডিশনাল গুজরাটি
কাজ করা এটাই তো।
কিন্তু কিভাবে কি হলো
জনি না .........আমি নিজেই
কিছু বুঝলাম না। অফিসেই
ছিলাম।
আমার পোশাকটা আমার শরীর
থেকে আলাদা করা গেলো
না।
আমার পোশাককে আমার শরীর
থেকে আলাদা করতে গিয়ে
আমার চামড়াও কিছু কিছু
আলাদা হয়ে গেছে।
যেন পিটিয়ে চামড়া তুলে
নিয়েছে। পিটিয়ে নয় ,
পুড়িয়ে।
আপুরা আমাকে কি শুনতে
পাচ্ছেন আপনারা ?
ফেরদৌস আপু !
আপনাদের জন্য কত কষ্ট
করে লোন করে ড্রেস এনে
সেল করেছি ।আপনাদের
প্রিয় পোশাক হাতে তুলে
দিতে পেরেছি।
আমি ধন্য।
আজ আমাকে আপনারা
আকাশীরঙ কোন পোশাক দিতে
পারেন?
তাতে সাদা সুতোর কাজ
করা থাকবে। মেঘের মতো।
না না সিল্ক নয়। পিওর
সুতি আপুরা। আমাকে কত
সুন্দর লাগব।।তাই না ?
আমার সিমপ্লিসিটির কত
প্রশংসা আপনারা করেছেন
আপুরা।
সাজতে ভুলে যাই,
লিপস্টিক দেই তো কাজল
দেই না।
মাথার চুল এলোমেলো ।
আপনারা সামনে থাকলে
আমার কিছুই লাগে না
আপুরা।
লক্ষ লক্ষ প্রশংসা ,
অগুনতি লাভ ইমো , আমার
দু'কান ভরে গেছে।
আমার ফেলে আসা
টানাটানির সংসারের সকল
কষ্ট মিলিয়ে গেছে শুধু
আপনাদের কারণে। আপনারা
আমার ড্রেস নিয়েছেন , না
পেলে মন খারাপ করেছেন।
আমি বুঝতেই পারিনি কেউ
আমাকে ভাল নাও বাসতে
পারে,
কেউ খুব কাছের কেউ
আমাকে তার পথ থেকে
সরাতে চায় , যার হাত আমি
ধরে ছিলাম আজ বিকেল তক
।
আমি বুঝতেই পারিনি ,
কেরোসিন ঢেলে দেবার পর
লাইটারটা অন করার
মধ্যবর্তী সময়টুকুই
আসলে ছিল নীল তিসিফুলের
ঘ্রাণ,
লম্বা ঘাসের ওপর খালি
পায়ে দৌড়ানো,
সুরময় জংশন, মেঘমাখা
সাইরেন, ভাঁড়ের গরম চা ,
সাজেক পাহাড়ের ঐ উপরের
গায়ে গা লেগে থাকা
গ্রাম ,
ঝুম তানানা বৃষ্টি ,সে
আর আমি ।
সামনের মাসেই জুয়াড়ী
হিমহিম বাতাসে আমাদের
বিয়ের কথা,
আমি বলেছি শুধু আকাশের
কাছকাছি পাহাড়ে যাব
যেন মেঘের আনাগোনা গোনা
যায় শরীরে শরীরে।
কিন্তু কিছু বুঝে ওঠার
আগেই উজ্জ্বল হতে থাকলো
লালাভ রডোডেন্ড্রন ।
না না ভুল বলেছি।
অগ্নিময় গনগনে শিখা। ।
আমাকে মূহুর্তে কেমন
অন্ধকার করে দিলো
আপুরা।
এই যে আমাকে ভালো দেখতে
পাচ্ছেন না ,
হাই ফারজানা আপু।
চারিদিকে কত লোক ! এরা
কোথায় ছিল? রাজুটা
কোথায়? আমার একমাত্র
ভাই। দুজনে মিলেই করতাম
অনলাইন ব্যবসাটা।
সবাই জানে সিলিন্ডার
বার্স্ট করেছে। আর আমি
জানি শুধু মায়া , তাকে কত
মায়া করে দুহাতে
ধরেছিলাম সমস্তটা নাম
নিয়ে ।
আমার লাইভটা শেয়ার করে
দিন আপুরা ,
যত বেশী শেয়ার করবেন
ততো বেঁচে যাবে আমার
মতো ক্যমেলিয়া
ফেরিওয়ালারা ।
বিজয়ী আপুর জন্য ড্রেস
এবং কফির মগ ভর্তি
সন্ধ্যা নিয়ে আমি ঠিক
হাজির হবো দেখবেন ...
আমাকে কি ভাল দেখা
যাচ্ছে আপুরা?
আমাকে কি শুনতে
পাচ্ছেন?
আমি কি একটু অপেক্ষা
করবো আপুরা?
আমার জন্য কি আর একটু
অপেক্ষা করবেন?
হ্যালো , মাই বিউটিফুল
লেডিস.....................।