অনেক সাদা পাটকাঠি
তাদের
গনিতশৃঙ্খলা
রাস্তা জুড়েই দেখি
পাটের গায়ের আঁশ
কিছুদিন ছিল
এখানে ঝোলান
পাটপচাই জলে মেঘপাথরের
কালো
ছায়া পড়েনা
আমরা ভাবি এসব সহজ ছবি
নয়
সহজ ছিল না
আমাদেরও পাটজীবন