একা খরগোশ

মাহী ফ্লোরা

১.

ফিরে যাওয়া বুঝি কাকে বলে তুমি জানতে? একা থাকা মেঘ, পথের উপরে ভেসে ভেসে হয় ক্লান্ত,জাঠ¨à¦¾à¦²à¦¾à¦° শিক,ভীষণ পাথুরে,à¦­à§‡à¦™à §‡ যায় অভিমান তো,আনারস থেকে কতগুলো চোখ,অসুখের , তুলে আনতে।


২.

যতদূর যায় দুচোখ তোমার সত্যিকারেঠ° প্রেম- তারো বেশি দূর, সিন্দুর শাখা, মহিমান্বিত সুর
তারচেয়ে বেশি দূরে থামে ট্রাম,হেঁটৠ‡ যায় পথ
দুজনের মুখ দুজনের দিকে সেই কবে এসে থামতো! শৈশব থেকে বনলতা সেন, ভুলে গিয়ে তার সব লেনদেন,à¦•à¦¾à¦Ÿà ¦¾à¦•à§à¦Ÿà¦¿ খেলা,আঙুলে আঙুল- দূরে থাকা আর কাকে বলে সে কি জানতো!


৩.

কি অসহায় শব্দের তেজ, বুকে ডুবে যায় 'ভালোবাসি'à¦Ÿà à¦•à§, জানাশোনা নেই, কত দূরে থাকা, তবু হয় প্রেম-এত এত কথা,কথা ফুলঝুরি, মধুময় দিন,কসমে রঙিন,ধীরে ধীরে সব ফিকে হয়ে এলে,
কে খোঁজে কার কতটুকু দোষ, প্রেম শেষ হলে
যে যার বনে একা খরগোশ।