মদ সম্পর্কিত

সেলিম মণ্ডল


১
মদ আরো চলকে উঠুক
গড়িয়ে যাক বহুদূর
ছিঃ ছিঃ জীবনের কাছে যতভাবে হাঁটুমুড়ে বসি
বটের আঠার মতো দুধ কৈফিয়ত চাই

এ জীবন কালো জীবন
এ জীবন মদের জীবন

ভাত যতক্ষণ ফুল হয়ে না-ওঠে
ততক্ষণই বাতাস নাভির ভিতর জুয়া খেলে

২
তুমি মদ
তোমাকে পান করে আমি বিরাট ধনী হয়ে উঠেছি
এখন আমি অন্ধ
এখন আমি চাঁদের আসরে জুয়া খেলি

নেশা আমাকে হারাতে পারে না
আমি নিজের জুতোর ফিতা না বেঁধেই অনেকদূর হাঁটতে পারি

৩
যেখানে মদ নেই
সেখানে শুয়োরের বাচ্চারা পিকনিক করে
পিকনিকে জলের ফোয়ারা
চোখ কেটে ছড়িয়ে পড়ে বাড়ি
বাড়িতে বাড়িওয়ালা ভাড়ার জন্য হুমকি দেয়
হুমকিতে মদ 'আমি মালিক, আমি মালিক'—
একথা বলে