ভাষা

স্বপন রায়



#
১. জল আর পানি’র ভেতরে
২. সেতু
৩. আমি পেরোবার সময় দেখলাম, নদীও
৪. আমায় বলল নদী, মায়ের চোখ আমার চেয়েও টানা ছিল
৫. মা, নদীকে দেখতো, যেমন আমি
৬. নদীর চোখে তাই পলক নেই, পড়েনি
৭. মা’কে পড়তে দেখে চিলের ডানায় সোনার দানাগুলো পাথর হয়ে যাচ্ছিল
৮. সেই থেকে জলের দাগ পাথরের
৯. ঝর্নার দাগও পাথরে, চিলের চিৎকার থকে নেয়া তাই কর্কশ
১০. মা, সব ধুয়ে দেয়
১১. দাগ, ছেঁড়াপাতাঠ° নৌকো নয়, ভেসে যায়নি, শার্টের নিচে রয়েছে
১২. বারুদের গন্ধটাও আছে
১৩. মায়ের শরীরে এমনিতে কোন গন্ধ ছিলনা, সব বিলিয়ে দিত যে..
১৪. বারুদ রয়ে গেল
১৫. শুধু শুধু নয়, সেতু পেরোবার সময় বাঙালি ছেলে মেয়েরা যেন অন্যমনস্ক হয়
১৬. যেন ভাবে
১৭. বাংলায়, যেন সূর্যাস্তৠর দিকে তাকিয়ে তারা বলে উঠতে পারে, কি সুন্দর
১৮. বারুদে তন্ময় হবে চেয়ে থাকা
১৯. মা
২০. কিভাবে সেতু বানানো হয় যারা জানে তারা ঠিক লেখাটা পেরিয়ে যাবে..