১
নিরবতায়,
পরজন্মের সুত্রপাতে
মৃত্যু সাজিয়ে রাখি।
২
তঞ্চকতায় ভরে উঠছে ঘর।
ধানের আসবাবে
সর্পযোগ।
দর্শনজন্ম–
কালের আঁধারে আরেক
পক্ষকাল
ইহজগতের বাতিল
গ্রন্থাবলী খুঁটে
খায়।
৩
মায়াজন্ম।
প্রিজমে ভিবজিওর
বাতিঘর।
সুচারু সংকল্পে ঘরের
চাপরাশ।
হাত পেতে একতলা, দোতলা
এক্কাদোক্কার ঘর কেটে
কেটে।
৪
গণ্ডি ভাঙতে হলে
আরেকটা গণ্ডি টেনে
দাও।
কল্পনা এখানে
মিথ্যাচার।
বসন্ত পুড়ে যায়
বসন্তের অপেক্ষায়।
৫
শশ্মানজন্মের কোনও নাম
ছিল না
ব্যাধির মতো আপন হয়ে
আসা হাত
শোক বুনে নেয়
নিস্তব্ধতায়।