‘ কলকাতা বলে কোন জেলা
আসলে নেই । ’
বেঁটে বুদ্ধিজীব দুটো
আমার দিকে চোখ সরু করে
তাকাল । ব্যাপারটা
বিস্তার করার আগে দীর্ঘ
পজ নিলাম। রনিকে বললাম
একটু চানা ঢাল তো ... রনি
মিচকে শয়তানের মতো হাসল
। বলল -
‘ বিলো দা বেল্ট ঝাড়াটা
একেবারে শিল্পের
পর্যায়ে নিয়ে গেছ দেখছি
! ... এই জন্য তোমাকে আমি
বিল্বরানী বলি বুঝলে
ক্যাপ্টেন ! ’
‘ আহ চানাটা ঢাল ... ! ’
আমি বুদ্ধিজীব দুটোকে
লক্ষ্য করছি ... মাল দুটো
একটু ট্যান খেয়ে গেছে
...সরু চোখদুটো আরও সরু
হয়ে গেছে । মনে হচ্ছে
এবার ঘুমিয়ে পড়বে ।
বারোটা বাজে অলরেডি
ঘুমোলে বাঁচা যায় ।
বাকি মালটা একটু আয়েশ
করে গেলা যাবে । এই
হারামি দুটোর জন্য ঘরটা
একেবারে মাছের বাজার
হয়ে গেছে। সন্ধ্যে সাড়ে
সাতটা থেকে কলকাতা
শহরটার মুড়ো , পেটি ,
গাদা , লেজা সব কেটে কেটে
ডিসেকশন করে দেখছে ।
নিজেরাই কাটছে ,
নিজেরাই জুড়ছে ,
নিজেরাই চ্যাঁচাচ্ছে
...আমি রনিকে বলেছিলাম
... ‘ মালদুটোকে বেশি
হাওয়া দিস না ’ রনির সফট
হার্টেড ... ‘ না ওরা
ক্যান্টিন থেকে তুলতে
পারবে , দামে কম , জিনিস
ভাল ওদের বারণ করলে চাপ
। আমিও স্কচ হুইস্কি
শুনে চেপে গেছিলাম ।
কিন্তু এখন দেখছি বাংলা
খেলে ভালো ছিল ... এই
হারামি দুটোকে এলাও করা
একদম ঠিক হয়নি । আসবি তো
আয় , ডেলিভারিটা দে ,
দিয়ে কেটে পর ? তা না
এখনেই গ্যাঁট হয়ে
গিলছিস ? ব্যারাকপুর
থেকে ফড়িয়াপুকুর এসেছে
শুধু মাল খেতে ! ভাবা যায়
? কাল আবার গিয়ে কলেজ
করবে ...প্রায় বোজা চোখ
একটু ফাঁক হল । হয়ে আবার
বন্ধ । যাক ... ’ রনি আমার
গ্লাসটাতে ধাল ’ ...
বললাম । রনি ঢালবে
ঢালবে করছে সেই সময়
একটা ‘ধপাস’ !!! দেখি
একটা চারঅক্ষর খাট থেকে
নীচে ।
আরে আরে ... তুলতে গেলাম
হঠাৎ চীৎকার এবার খাটের
ওপর থেকে ...
- ’ হতেই পারে না ! ! ! ’
আরে কি হতে পারে না ?
আবার একবার
- ‘ হতেই পারে না ! ! ! ’
- কি রে বাবা কি হতে পারে
না ?
- আরে ওওও চারঅক্ষর ...
তোমার বন্ধু পড়ে গেলো
তো গো খাট থেকে ? ? ?
- যাআআআআআআক ! হতেই পারে
না ! ! !
-কেন কি হতে পারে না ? ? ?
- কলকাতা । একটা জেলা ।
আর কিছু হতেই পারে না ।
কি নেই কলকাতায় ? সব আছে
। একি তোমাদের হুগলী ? ? ?
ধু ধু করছে মাঠ? কলকাতায়
জেলা আছে । আলবাত আছে ।
এই এতবড়
শহর । ইংরেজ ছিল ইংরেজ !
পৃথিবীর সবচে সভ্য জাত
। ছিল হুগলী তে ? হুগলীকে
গাল পাড়ছে শুনে আমার তো
নেশা ফেশা ছুটে গেছে ।
দাঁড়াও বাছাধন...
তিনঅক্ষর কে ইতিমধ্যে
তোলা হয়েছে , তিনি উঠে
বসে রনিকে বোঝাচ্ছেন যে
তিনি কলকাতা যে জেলা নয় ,
এই কথা শুনে গভীর
চিন্তামগ্ন হয়ে পড়ে খাট
থেকে পড়ে গেছিলেন ।
অন্য ‘ কারন ’ এর জন্য
দায়ী নয়।
_ শোন চার , কঅক্ষরের মত
কথা বোল না । কলকাতা
জেলা হবে কোথা থেকে ?
জেলা হতে গেলে তো একটা
জেলা সদর লাগে সেটা
কলকাতায় কোথায় ?
- কেন ? কলকাতাই তো সদর ...
- কলকাতাই যদি সদর হবে ...
তাহলে জেলাটা কোথায় ? কি
হে চার ? বল এবার ?
তিন আবার চিন্তামগ্ন
হয়ে পড়েছে । চার চোকফোক
বড় করে ফেলেছে।
- মানে ? দেশের সবচে
পুরনো মহানগর কলকাতা
এটা কি জানো ?
- আরে রাখো তোমার নগর !
এতদিন ধরে ভুগোল বইয়ে
যে পড়লে কলকাতা একটা
জেলা ,
সেটা কোথায় ? হিসেবটা
দাও তো ?
- নগর না । মহানগর ! চোখ
বন্ধ অবস্থায় তিন বলল
।
- হ্যাঁ হ্যাঁ ঠিকাছে
ঠিকাছে ।
- এই যে হুগলী জেলা ? বি
বি ডি বাগ বলে একটা
জায়গা আছে জান ? যেখানে
সব অফিস আদালত। এরম
জায়গা আচে নাকি হুগলীতে
? বাওয়া?
খুব রাগ হল । এই হল
টিপিক্যাল কলকাতার
ছেলেদের মেনটালিটি। সব
নাকি এখানে আছে । আবার
জেলা তুলে ? গুছিয়ে
দিচ্ছি দাঁড়াও।
- জান আমারিকায় একটা
সার্ভে হয়েছিল
হাইস্কুলের
স্টুডেন্টদের ভেতর ? আর
সেটাতে দেখা গেছে যে
এইটটি পার্সেনট ছেলে
মেয়ে জানে না ইউরোপ বলে
একটা জায়গাটা কোথায় ...
আর ফিফটি পার্সেনট এই
মনে করে যে সারা
ওয়ার্ল্ড একটাই একটাই
দেশ । আমেরিকা ? তেমনি
তোমাদের অবস্থা। মানে
কলকাতাইয়াদের । তোমরা
এটুকু জান না যে কোন
একটা জায়গা কে জেলা হতে
গেলে একটা জজ কোর্ট
থাকতেই হবে । আর
তোমাদের কলকাতায় নেই ।
হা হা হা।
ইচ্ছে করে মজা মারলাম ।
যাতে একটু জ্বলে । কাজ
হল, কিন্তু তিনের
ওপর...হঠাৎ চিন্তা ভাবনা
থেকে জেগে উঠল সে ! বলল
- আছেএএএএএএএএ!
- কোথায়?
- ঐ তো বি বি ডি বাগে একটা
...
- ওটা ব্যাঙ্কশাল
কোর্ট। সিটি সিভিল।
উত্তরে তিন চুপ। চার
তখনও চেষ্টা করে যাচ্ছে
।
- জজ কোর্ট না হলে জেলা
হবে না ?
- আজ্ঞে না । ওটা মাস্ট
।
- ধুর এসব কি বাজে ফানডা
দিচ্ছ গুরু ...
- তুমি কোন কেলাসে পড় ভাই
? কলেজে না ?...কোন ইয়ার?
- ফাইনাল ।
- এবার আর পার্ট টু টা
দিও না ।
- কেন ? ? ?
চারের চোখ মাঝখানে
নর্মাল হয়েছিল পরীক্ষা
তুলে বলাতে আবার বড় বড়
হয়ে গেছে । কিছু আগে
কলকাতা নিয়ে লেকচার
মারতে গিয়ে বানিজ্যপোত
ফোত কত কিছু বলল । এখন
পুরোটাই
‘ চক – পেন্সিল ’ । তিন
আবার তখন আবলুস কাঠের
ভিক্টোরিয়ান এজের একটা
ফটো ফ্রেমের মত গম্ভীর
গলা করে ‘ লর্ড
ওয়েলেসলি ’ শব্দটা বলতে
গিয়ে কেস খাচ্ছিল ।
- না না বলছিলাম যে এটুকু
জানা না থাকলে আর
পরীক্ষা দিও না । দিয়ে
লাভ নেই । দেওয়া না
দেওয়া ব্যাপারটা একই ...
‘আমার যেমনি গাধা তেমনি
রবে । কিচ্ছু হবে না । ’
দুঃখে বা আনন্দে বাঁ
নেশায় জানি না হঠাৎ রনি
গেয়ে উঠল । এতে চার আরও
গম্ভীর হয়ে গেল । দেখে
করুণা হল । বললাম
- আমাদের বাড়ির পিন কত
বলত ?
- সিঁথি তো ?
- আর কলকাতার কত নাম্বার
ওয়ার্ড ?
- কোন সাযুজ্য নেই।
পাবেও না ।
- শোন পিকলুদা , তুমি দেখ
ভাল করে দেখ , কলকাতা
নিশ্চয়ই একটা জেলা ।
- তুই বল না আমি মেনে নেব
। বল কলকাতার
ম্যাজিস্ট্রেট কে ? তার
অফিস কোথায় ?
- সত্যিই নেই ?
- তাহলে আর বলছি কি
বাবুসোনা ? তোমাদের
কলকাতা এক শোপিস জেলা ।
যার ব্যাবহারিক
উপযোগিতা শূন্য ।
- তাহলে ?
- তাহলে ? ফুটু ডুম ।
গতবছর আমাদের
পত্রিকাটার
রেজিসট্রেশন করতে গিয়ে
আমাদের কালঘাম ছুটে
যাবার জোগাড়। সিঁথি
নর্মালি উত্তর ২৪
পরগনায় পড়বে এই ভেবে
বারাসাত কোর্টে যাবার
সব প্রস্তুতি সারা,
জানা গেল আসলে আলিপুর
কোর্ট এ ব্যাপারটা
করাতে হবে। আমি তো
ভেবেই অবাক...আরে আলিপুর
তো ‘সাউথ ২৪’ এর
কোর্ট...পরে জানলাম তথা
কথিত জেলা কলকাতার
কোর্ট ও নাকি ওটাই। ভাব
একবার ‘সাউথ ২৪’ এর
কোর্ট ও সদর হল আলিপুর।
আর যেখানে ভাগাভাগি করে
কলকাতার কাজ চলে। আরও
জানলাম যে কলকাতার
ম্যাজিস্ট্রেট নাকি
কলকাতার সিপি অর্থাৎ
কমিশনার অফ পুলিশ। ভাব
একবার।
চার তো এসব শুনে
স্তম্ভিত।
- পিকলুদা? ও পিকলুদা?
- বল।
- আচ্ছা এমন কেন হয় বলত,
আমাদের এত কাছের একটা
শহর এত ভুলে ভরা?
- কেন আবার? ইংরেজ আমল
থেকে একই মাল মানে বহু
ভুল রয়ে গেছে...চান্স পে
ডান্স কেউ করেনি। তাই
আইন গুলো না বদলে একই
রকম।
- ইংরেজ শালা ...
তিন কিছু একটা গালাগালি
দিতে যাচ্ছিল থামালাম
- ইংরেজকে বলে কি হবে ?
ওরা তো শহরটাকে দাঁড়
করিয়ে গেছে আর আমরা **
মেরে ছেড়ে দিয়েছি ।
সিস্টেম বলে কিছু নেই ।
দেখবে যে কলকাতা ১ যদি
হয় ধর্মতলা , ২ হবে কোন
এক তেপান্তরে ... সেখানে
হয় তো এখনো কপি চাষ
হচ্ছে ... আবার ৩ হবে ...
- এসব বলে কি হবে ... একটা
শহর , এত পুরনো , সেখানে
পিন নাম্বার এত ভেবে
চিন্তে করা অসম্ভব ।
তবে এই যে জেলা কেসটা
একটা ‘ভৌগলিক ভুল ’
হঠাৎ তিন হা হা করে
হাসতে আরম্ভ করে দিল
...রনি এতক্ষন বসে আমার
কথা শুনছিল । বিরক্ত
হয়ে তিনকে দাবড়ে দিল।
তিন শুধু বলল ...’ জ্যোতি
বোস ’...’ আরেরে সে তো
ঐতিহাসিক ভুল ’... রনি
আরও চেঁচাতে আরম্ভ করল
। আর তিনের সঙ্গে কথা
কাটাকাটি
শুরু হল । আমি ঘড়ি
দেখলাম । প্রায় তিনটে ।
- এই সব গোটা অনেক হয়েছে
।
রনি চমকে থামল । বলল
পিকলুদা , কলকাতা
জেলাটা কি সত্যিই নেই ?
- ওফফফফফফফ...