পাখির ‘বাসা’ যে
পাখির ‘বাড়ি’ নয় , এটা
বুঝতে বেশি সময় লাগার
কথা নয় , এটা দুধে-ভাতের
শিশুরাও বোঝে , তবুও তো
কারো কারো ‘ সময় ’
লাগে , যেমন এই পৃথিবীর
সেই ‘ পাখি পন্ডিত ’দের ,
এদের কি সেই বহুচর্চিত
রোমান্টিক ‘ পাখি - চোর ’
বলা যায় ? কিম্বা ‘ পাখির
ডিম – চোর ’ বলা যায় ?
লোকজন ঢিল মারবে না !
হয়তো কখনো কখনো এরকম
অভিধা চলনে - বলনে থাকে ,
তারপর খবরের কাগজের
প্রথম পৃষ্ঠা থেকে এক
লাফে পঞ্চম পৃষ্ঠা ,
তারপর যেমন সব খবরই ,
হারু-নারু মার্কা খবরের
কাগজ কিনলে - ওয়ালাদের
খপ্পরে । ‘ পাখির বাসা ’
বাসাই থেকে যায় আর ‘
পাখির বাড়ি ’ নামক এক
কষ্টকল্পিত ধারণা নিয়ে
‘ পাখি পন্ডিত ’ রা খুশি
থাকে ।
আমরা এখন ইনভার্টেড
কমা ’ র আওতা থেকে
বেরিয়ে আসতে চাইছি ।
বাড়ি মানে কি ? বাড়ি মানে
দলিল - দস্তাবেজ ,
হস্তান্তর ওকালত - নামা ,
দাগ নম্বর , খতিয়ান ,
নামজারি , ওয়ারিশ
ইত্যাদি সহ উকিল -
মুক্তারি
কোর্ট - কাছাড়ি , কতরকমের
আগরুম - বাগরুম , কিন্তু
কোনও পাখির বাচ্চা এই
পথ মাড়িয়েছে বলে জানা
নেই , আর বাসা মানে তুমি
আমি , এই পথ যদি না শেষ হয়
, ঘন্টু - মন্টু , কিচির -
মিচির , আজকের ডিম ,
গতকালের ডিম , অতীতের
ডিম , বর্তমানের ডিম ,
ভবিষ্যতের ডিম , তারপর
একদিন ফুড়ুৎ , কেউ কোথাও
নেই ।
তো , আমিও কোনও একদিন
যেই ‘ পাখি পন্ডিত ’দের
একজন হতে উঠেছিলাম , (
আবার ইন’ভার্টেড কমা
শুরু হোলো ) , ভুল তো হয়ই ,
‘ বাসা ’ ছেড়ে ‘ বাড়ি ’ র
খোঁজে , গোপনে ‘ বাসা ’
একটি ধারণা মাত্র , এরকম
ভেবে , যখন ‘ মেঘ গুরগুর
করে চাঁদের সীমানায় ‘ ,
যেন তখন কাল্পনিক একটি
কলিংবেল টিপেছি মাত্র ,
সঙ্গে সঙ্গে আকাশ থেকে
যে দলিলগুলি মাথার ওপরে
ক্রমাগত মাথার ওপরে
পড়তে লাগল , তাতে যে আমি
ধরা পড়ে গেলাম , এ বিষয়ে
সন্দেহ নেই , এবং
স্বাভাবিকভাবেই ‘ পাখি
পন্ডিত ’য়ের বদলে
‘ পাখি – চোর ’ , ‘
ডিম-চোর ’ অভিধাটি আমার
কপালে সেঁটে গেল ,
কিন্তু আপনারা লক্ষ্য
করেছেন কিনা জানিনা , এই
সব লেবেলের পাশাপাশি
দলিলে কবিতা - লেখক
হিসেবে আমার নাম , আমার
অনেক বন্ধুদের নাম ,
আমার অনেক ইচ্ছার নাম
লিপিবদ্ধ হয়ে আছে , আর
আমি দলিলের স্তূপ থেকে
মুখ তুলে একটা কথাই
বলতে পারলাম , ‘ চলো ,
চিয়ার্স , আমরা একটু
নতুন করে চুরিচামারির
কথা ভাবি ‘ ......
ওপরের এই কথাগুলি
এতক্ষণ ধরে যাকে পড়ে
শোনালাম , না আমার কোনও
ভুল হয় নি , সে তো তুমি !
শিরোনাম যখন স্থির হোলো
, ‘ কল্পনা কলিংবেল ’ তখন
দেখি , আশ্চর্য , কলিংবেল
টিপতেই , কল্পনা , আমার
১০০ বছরের পুরনো
প্রেমিকা , দরোজা খুলে
দিয়ে বলল , ‘ এটা কিন্তু
গেরস্থের বাসা , বাড়ি নয়
, এবং বাড়ি মানে ৩৩ ভাগ
ভালোবাসা আর ৬৭ ভাগ
পরিশ্রম ......’ ! মাথাটা
ঝিমঝিম তাজ্জিম
মাজ্জিম করে উঠলো , আমি
কি ভুল
বোতাম টিপলাম ? ...
ডিম ফুটে বাচ্চা হয়
জানি , কিন্তু কল্পনা
ফুটলে কী কী হয় ? একটা
তালিকা এখন তৈরি করছি ,
অপেক্ষা করুন ।