অপেক্ষা

ফারহানা রহমান

অপেক্ষা

যে ব্যথার নির্জন ছায়ায় ডুবে থাকে কথার আলো
তাকে শব্দে নয় বেঁধে রেখো অনুভবে...
সন্ধ্যাবাত ি নিভে গেলে কেমন ছমছমে আঁধার জড় হয় চারদিকে। তুমি তখন পথ বু্নে চলেছো শূন্যপথে। নীল হাহাকার ছড়িয়ে মেঘের ডানায় যে শঙ্খচিল শুয়ে থাকে - । ঝাঁকঝাঁকে বুনোহাঁসেঠ° মতো সাজানো সর্ষেফুলেঠ° হলুদাভ আলোতে অবিরাম থোড়ের খোসা ছাড়ায় মেঘের পাপড়ি ! এতোটা আঁকাবাঁকা পথ পেরিয়ে নদী হয়ে যখন তোমার কাছে গেছি , কী এক অচেনা বিস্ময়ের গল্প শোনায় তোমার দুচোখ !
বলো কী দেখেছিলে তুমি ? ঐ দূরের নীলে...? নকশার মতো মিশে থাকা সুতোর সাথে সুতোয় বোনা তারকাঘচিত রাত । নাকি ময়ূরশয্যাঠআহ্লাদে ভেসে থাকা কল্পনার দিনগুলো ? অথচ কখনো কখনো তোমার কাছেই শুনেছি জীবনের সব আলো নিভে গেলে ধূধূবালু মরুভূমিও অরণ্যের মতো লাগে ।

আর আমি? তখনো অপেক্ষা করে আছি জলের অতলে ডুববো বলে...


নারীর মুদ্রা

নারীর মুদ্রায় নেচেছে যে জীবন প্রগাঢ় আনন্দের কোন গল্পের নায়িকার মতো । ধুসর শূন্যতায় চাকার মতো ঘোরে সে স্বপ্নঘুড়ি । উড়ে উড়ে পাড়ি জমায় মেঘমল্লারৠর দেশে। শুভ্রতার মলিনতা আত্মস্থ হয়ে ধুলিজমে সেখানে। যেভাবে পরিত্যাক্ঠকোন রেস্তোরাঁৠŸ শূন্য নৌকার দেহলিতে নিথর হয়ে ভেসে থাকে জল ভেঙ্গে ভেঙ্গে জেগে ওঠার বাসনা। নিখাদ ইন্দ্রধনুঠবেশে ।
নেপথ্যে রয়ে যায় দেবদারুর ঘন অন্ধকার ও নির্মমতা। কখনোবা ফিকে হয়ে আসে, নিভে যায় সব আলো দূর নীলিমায় ;

অথচ এমন কোন ব্যর্থ গল্প না হলেও হয়তো হতো ।