প্রমাদবীজ
বিবৃতির জন্য একটু ছায়া
আর ছায়ার জন্য একটি
নিরীহ খতিয়ানবিন্দু
আমার অন্বেষন ফাটিয়ে
ঢুকে পড়ছে তুলোর গজ
বেরুট , একজন প্রকৃত
মোমেনা
পরবর্তী উচ্চারণের
দিকে এগিয়ে যাচ্ছে জিভ
একটি কাঙ্খিত স্মৃতি
ছায়ার মেরু আর ডায়ালের
নিকৃষ্ট কাঁটা
বছর ফিরে যাচ্ছে
নিরুদ্দিষ্টের দিকে
উড়ে যাচ্ছে
জেমস ক্লিপ ,
সন্ধ্যাতারা এইসব
ভুল চাট্টান
ফিমারের মাঝখানের
গর্তটির প্রলেপ
তোমাকে টেনে নিয়ে
যাচ্ছে উত্থানের দিকে
তোমার মুখোমুখি বালির
খাদান , প্রভাসের
চিহ্ন
রক্তবর্ণে হীন হয়ে
যাওয়া অভিধানের
পাদটীকা
খুব উড়ছে আজ শাল বল্লা ,
হরিদ্রা , অগ্নিজঠর
চামড়ার আড়ালে ফুলে উঠছে
লোহার কারুকাজ
ভ্রমচক্র
তিনজন অন্ধ লাঠি ঠুকে
ঠুকে চিহ্নিত করছে
নিজেদের
তিনজন অন্ধের ছায়া
দীর্ঘতম শাদার দিকে
এগিয়ে যাচ্ছে
একটি জটিল অঙ্কের
বিস্তৃতি , আগস্টের
কূলকিনারা
তিলার্ধের দিকে এগিয়ে
দিচ্ছে সংক্রান্ত জলের
বূহ্যমুখ
তিনজন অন্ধ লাঠি ঠুকে
ঠুকে পার হয়ে যাচ্ছে
মানচিত্রের সরহদ , কাটা
মেঘের ছিটমহল