সুগন্ধের ঘরবাড়ি

বিপ্লব গঙ্গোপাধ্যায়ের

পুয়ালঘর< br />
খড়বিচালি দিয়ে মাথার উপর একটা ছাতা
ভিজে যাচ্ছে বর্ষাঘুম তবু
স্বপ্নের ভেতর জল পড়ে


কাঁথা সেলাই করতে করতে à¦›à§‡à¦à§œà¦¾à¦–à§‹à¦à§œà ¦¾ স্বপ্নের দিকে তাকিয়ে থাকে তার মা
ফুল তুলতে তুলতে


মেঘ ভরে যায় অর্চনায় , নদীর ভেতর পালতোলা ঋতুজ্যোৎসৠà¦¨à¦¾
খিল খিল এক খিলি পান পান্তাপরবৠর পর

আনন্দ ভিজিয়ে দেয় এক জনমের নদীপথ ।




à¦¶à§à¦­à¦œà§à¦¯à§‹à¦¤à ¿ অন্ধকারে

দৃশ্য আঁকতে আঁকতে আরও কত রঙ

আমি তার বর্ণনা থেকে কেঁপে কেঁপে উঠি
বিস্ফোরণ ঘটে যায় চারপাশে ।

শব্দে কি এই ক্ষুধা আয়োজন ধরে ফেলা যায় ?

পথ চলে যাচ্ছে দূরে
কিছু নেই, ছায়া নেই , অস্তিত্বেঠ° স্পন্দনে শুধু প্রগলভ অন্ধকার ।
মুখোমুখি বসে থাকি তার

পুকুরের জলে মাছ ঝাঁক ঝাঁক আসে যায়
চার ফেলে অপেক্ষা সাজাই
এই অন্ধকার ব্যাখাতীত বর্ণহীন

একটি প্রাণের বিন্দু শিল্পময় বিদ্যুৎচমà¦
তার জন্ম বারবার পথ অপচয় ।



সুগন্ধের ঘরবাড়ি

নেমে যাচ্ছি
নেমে যাচ্ছি আরও এক গহ্বরের দিকে

ডিমের আশ্চর্য স্পর্শে কেঁপে উঠে সুগন্ধের ঘরবাড়ি
ঝর্ণাজল , অদ্ভুত ফোয়ারা ।

গ্রন্থি শিথিল হয়
অর্থহীন বৃষ্টিপাত খসে পড়ে বিগত বাকল

পাতায় পাতায় কেউ নতুন জন্মের রঙ ছড়িয়েছে
সেতুপথ

আবার নির্মাণে এসো , ভুলগুলি ফেলে দাও নর্দমায় রিসাইকেল বিনে

প্রতিটি সৃষ্টির সুখ সম্ভাবনাময় ।




à¦œà§à¦¯à§‹à§Žà¦¸à§à¦¨à ¾à¦° বীজ


ভুল শব্দ বারবার
দূরে গন্তব্যে যাচ্ছে ইশারার ছায়া

মেঘ ভাসে , মেঘের শরীরে কিছু অমোঘ মাদক

রঙে রূপে নেমে আসে অসীম আঁধার ।