চিঠির পাতায় হাজার
বানান ভুল
জমিয়ে রেখেছি নিঃস্ব
হওয়ার আগে
ভুলের মাশুলে গুছিয়ে
দিয়েছি ফাঁকি
ভুল করতে বড়ই ভাল লাগে
...
আধেক ছিলাম তেরচা নখের
মত
এখন রঙিন জিরিয়ে নিচ্ছি
তোর
আদর ভরেছি শ্যাওলজ
আস্তিনে
স্ক্র্যাপবুক জুড়ে ভুল
বাড়ে বিস্তর।
ঠোঁটের নিচে বিলম্বিত
রেখা
গার্ডার শিখছে জরিপের
কারসাজি
এতো ভুলদের আসর জমছে
তবু
আমার ভুলেরা জঘন্য
ছায়াবাজি ...
একাধিক ভুল কথ্য ভাষা
চেনে
তুই বললেই ভুলটা নিজের
মানি
কিছু কিছু ভুল ভ্রান্তি
বিলাস করে
ভুল ধরতে চূড়ান্ত
হয়রানি ।