ভুলের মায়ায় ধুয়ে
নিয়েছি নিজেকে ...
যে কোনো কাচ বসানো রাত ,
হেসে উঠতে পারি এখন ।
ব্যাক্তিগত অমনিবাস
অথবা ... নালেখা
কাব্যটির সুফিসারাংশ ।
বারোশো ক্যালোরির ভুল
ভেবে আমাকে ভুল করে কেউ
... কেউ ভাবে আমি বুঝি
মিনারেল পাহাড়ের লগইন
মেয়ে ... আর অন্যপারে
বৃষ্টিপাত , মেঘনেই
মেঘআছে ট্যাটুনারী .....
আহা ! রাগ করবো কেনো ...
ভুল তো হতেই পারে ...
ভুল ড্রয়িং ঘষে ঘষে
তোমার পেন্সিলই এঁকেছি
কতবার ... প্রতিটি তুলিতে
আমার ভুল দাঁতের ছাপ ..
হা হা হা ... বলো কি ? ভুল
আঁকতে গেলে আবার ব্যথা
লাগে নাকি ? চরম দোয়েলের
মেট্রিক পদ্ধতি জানো তো
তুমি ? সেই ঠিক করে দ্যায়
সমস্ত ভুল ... নিজেকে
খুঁজি ... শোনো রত্নদীপা
... এই যে অসাধারণ ভুল ..
একবার যদি এর মাঝে
সামান্য সেন্টিগ্রেড
হয় , একবার যদি রেটিনাকে
ভুল করেও ভেবে নাও চাঁদ
এবং চাঁদনির কৌণিক
দূরত্ব ... ভুলডিগ্রী
সম্পর্কিত ফারেনহাইট
যদি লিখেই ফেলো ... আজকাল
ভুলজ্বরের সুখ বেড়েছে
খুব ...
সে ভুল ? সে ভুল হবে
মেঘআষাঢ়ের প্রথম
লাইনার আই । উর্বশীর
সায়েন্স কাটানো
পাখিল্যাব ... নিজেকে
প্রশ্ন করো রত্নদীপা ...
বিজ্ঞান না মেনে তোমার
ভুলগুলি কি টুপ করে
চুপচাপ মিলিয়ে যাচ্ছে
আজকাল ? যেমন জিরো
ফিগারের সূর্য , যেমন
বয়ঃসন্ধির প্রথম
উপগ্রহ ...
যেন ভুল ছাড়া তোমার আর
কোনো সঙ্ঘমিত্রাই নেই ...
তুমি বরং বিয়ে দাও ...
প্রথম ভুলের সাথে বিয়ে
দাও দ্বিতীয় বৃক্ষের ...
পৌরাণিক ডানা খুলে ফেলো
, পিপাসা করো শ্রাবস্তী
নগরীর বিদিশা .... শুভ হোক
দুরুদুরু সিংহল
অবন্তিকা ... একবার অন্তত
ঠিক করে ভুলসাইজ হোক
তাবৎ বুদ্ধরমণীর
কুয়াশাব্রা ...
শুভ হোক ভুলের রিখটার ।
ফাইভ পয়েন্ট ফাইভ
পঞ্চমীতিথি ...
শুরু হোক ভুল সিনামনের
মিল্কি অরগাজম ...