সীমান্ত

গৌতম গুহ রায়

পাখিওয়ালা, তুমি কি গন্ধ চেন?
অরণ্যের গন্ধ ফেরী করে দেখেছো কখনো ?
সারাদিন পালকের ঝটপটানি,
ঠোট ও লোহার পিঞ্জরে ঠোকাঠূকি ।
ক্লান্ত, আহত তুমি ? দূরদেশের প্রজাপতি
তোমাকে অনুসরণ করতে করতে
অই দেখ ঠিক এসে বসেছে বাহুতে,
মাথা ঘুরিয়ে দেখ তার চকচকে
ডানায় উড়ছে রামধনু রং ।
মুঠোভরা জ্যোৎস্না নিয়ে ভেজা চাঁদ
আমাদের ও তোমাদের যৌথ সীমান্তে এসে
নাকে খত দেয় ।

পাখিওয়ালা, তুমি কি সীমান্ত চেনো ?