ভাঙা সেতুর গান

সুবীর সরকার

তুলো ও ব্যান্ডেজ জড়িয়ে বসে আছি
চারপাশে হাঙর কুমির
শহরের পথে পথে এমন লাল রঙের
জামা!
স্বাগতভাষঠশেষ না হতেই সবুজ
বাতি
বড়জোর ছবিটা উলটে দিতে পারো
স্বপ্ন যদি শিরোনাম হয়
তবে তো জলহাওয়ার ভিতর বাজতে থাকবে
আজব সংকেত
সিঁড়ি নেই।সরণি নেই।
তবুও উত্তেজিত হই
আর পৃথিবীতে বিকেল নামে
আপনি পাখি আঁকছেন আর আমি কুড়িয়ে
আনছি
ভাঙা বাসা।
শ্যাওলার সবুজ নিয়ে আপাতত কিছু বলবো
না
à¦Ÿà§‹à¦Ÿà§‹à¦šà¦¾à¦²à¦•à¦¦à ‡à¦° জন্য বরং আইসক্রিম চলে
আসুক
বেশ দেখতে পারছি,
গিটারে হাত রাখছেন তরুণ কবি!
কে নিয়ে আসবে আমাদের জন্য নতুন
গল্প
অপেক্ষায় আছে দীর্ঘ জীবন!
আঙুল তুলে কথা বলছো আর ছিমছাম এক
ডিনারটেবিà¦
আর চুরি হয়ে যাওয়া ঘড়ির শোক
পালংশাকের খেত ডেকে নিয়ে
যায়
সমস্ত ভাঙা সেতুর পাশে বিকেল
নামছে
বরং মেঝেতে ঢেলে দাও কলসির
পানি
এত এত খোলা মাঠ!
জলে ভেসে যাওয়া সুপুরির খোল
শহর ভরিয়ে দেব নিসর্গদৃশৠযে
তপ্ত দুপুরের সব পাখিরা
হেরে যাওয়া মানুষও জানে পরাজয়ের
সার্থকতা
বারবার চুরি হয়ে যায় আমাদের
জুতো
আঙুলে মোম মেখে তুমি তখন কাঁচের
দেয়াল
পানশালার ভিতর ছড়িয়ে দিতে থাকি
গল্পগুজব
সাদাবর্ণেঠটি-শার্ট
ছবি আঁকার স্কুল
শীতের কামড় মনে রাখছে না
কেউ!
à¦¬à¦¿à¦•à§‡à¦²à¦®à§‡à¦˜à§‡à ¦° মায়া।
গান ঢুকে পড়ছে ঘরবাড়ির
ভেতর
সিগনালে আটকে থাকা গাড়ি
সমস্ত ডুবে যাওয়া শহরে আজ আমি জলযান
ভাসাবো
বাদাম ভাঙছো আঙুলের চাপে
নখের প্রহার জানি
জানি,à¦—à§‡à¦°à¦¿à¦²à ¾ যুদ্ধের ভয়ে লুকিয়ে থাকা
বাঘ
পুরোন ছবি থেকে নেমে আসা বন্দুক।শিঠার
ও
শিকারি_
চারপাশে সাইরেন,à¦˜à§‹à¦²à ¦¾ জলস্রোত
দূরে কোথাও গান বাজে_
‘ও রে রাজার হস্তিক পার করিছুং
রে’