A person who never made a mistake never tried anything
new.
Albert Einstein
ধর খুব বৃষ্টি পড়ছে । আর
তুমি পথে । কি করবে তুমি?
ছাতা খুলবে ? ধর ছাতা
নেই , কি করবে ? দৌড়তে
শুরু করবে যেখানে শেড
আছে , ধর শেড নেই,কি করবে ?
যতটা সম্ভব পারবে দৌড়বে
যদি কাছা কাছি কোথাও
মাথা বাঁচানো ... ধর তাও
নেই , এ এক দিকশূন্যপুর ।
যেখানে শুধুই ধু ধু
প্রান্তর ...
উপায়ান্তর না দেখে
অগত্যা ভিজবে , তাই তো ?
কিন্তু ভাব একটু ভেজার
পর যখন তুমি বৃষ্টিতে
Seasoned , আর তো ভয় লাগছে না ?
দেখবে এ অকাল বর্ষণ
তুমি উপভোগ করছো । আর
যারা ভয় পেয়ে দৌড়
লাগালো তুমি তাদের
দেখে হাসছ । এমনটাই হয় ,
অন্তত হওয়ার কথা । কারণ
তখন তুমিতো জেনে ফেলেছো
যা inevitable তাকে সামনে
দাঁড়িয়ে সম্মুখীন হতে
হয় বুক চিতিয়ে , যেমন
মিসটেক ।
সে আছে । ছিল , থাকবে ।
আকাশের মত বৃহৎ ,
অনন্তের মত দুর্নিবার ,
পাগলের মত সে খোঁজে
তোমায় , যেমন তুমিও তাকে
। হ্যাঁ ,মিসটেক । নইলে
সে সর্বজ্ঞ কে যখন
জিজ্ঞেস করা হয়েছিল - এ
পৃথিবীর সবথেকে বড়
মিসটেক কি ? তিনি
বলেছিলেন - মৃত্যু ।
সকলেই জানি যা অমোঘ ,অথচ
তাকে অস্বীকার করার
মধ্যেই তো জীবন । কি
বিস্ময়কর !
লাটাই তার হাতেই ধরা
,কেবল মাঝে মাঝে সে ‘ ঠিক
’ এর সূতো বসিয়ে ছাড়ে
আদতে ভুলের এ সংসারে সে
ঠিক নামক প্রহেলিকা ।
তুমি আহত হতে পার ,পড়ে
যেতেও পার । কিন্তু ঠিক
উঠে দাঁড়াবেই । আর
তাতেই প্রমাণ হবে তুমি
যুদ্ধ ক্ষেত্র ছেড়ে
পালাওনি । তোমার হাত
ধরে রেখেছে সে ,পা ও। সে
মিসটেক ।
মনে হয় না এই আমেরিকা এক
বিশাল মিসটেক ? এই ভারত ?
তুমি ? আমি ? কোথায়
পালাবে ? তুমি ভ্যান গখ
নও যে উর্সুলা আবদার
করলে কান কেটে দিতে পার
,তুমি রাজনীতিবিদ নও যে
নিজের মিসটেক অনায়াসে
চাপিয়ে দেবে অন্যের ওপর
। তুমি তুমি ই। এ ও হয়তবা
মিসটেক । তবু এ ‘তুমি’
তেই তো তোমার পূর্ণ
অবগাহন । কোনো এক রাতের
অন্ধকারে প্রথম যেদিন
তুমি পা রাখলে পৃথিবী
নামক এক অজানা স্টেশনে ,
সেই তো শুরু তোমার
মিসটেক যাপন । তুমি কান
শুনতে ধান শুনতে
পার , কিন্তু তুমি ই তো
সে অমৃতস্য পুত্র ,যে
ভুল আর ঠিক এর বিভাজন
সীমা টানতে গিয়ে একদিন
নিজেই...
আসলে জান অলৌকিক ঘটে ।
আর ঘটে বলেই তুমি কখনো
নিশ্চিন্দিপুরের অপু ।
অথবা লবটুলিয়ার গনু
মাহাতো । কিংবা স্রেফ
এক ধাতুরিয়া বালক । যে
একটু পরে মাথা দেবে ...
তুমি এক স্রেফ হযবরল
নিতান্ত অর্বাচীন , যে
নুড়ি কুড়োচ্ছে জ্ঞান
সমুদ্রের তীরে , দিন
শেষে সেই তুমি রয়ে গেছো
বালকই কারণ তুমি জানো
তোমার সামনে দৃশ্যমান এ
কূল কিনারা হীন সমুদ্র
আসলে তৈরী তোমারই
মিসটেক দিয়ে , যা লঙ্ঘণে
উঠে আসবে অমৃত , কবে ?
কোথায় ? জানা নেই !
তাই মিসটেক। হ্যাঁ ভুলে
,অথবা অনন্তে একদিন
আমরা ‘ ঠিক ’ এ পৌঁছবই ।
কি বলেন । আপাতত
স্বর্গে বিচরণ । আপাতত
মিসটেক পার্বণ ।
কিছু মিসটেক । কিছু আলো ,
অন্ধকার । মিসটেক আদতে
এক জন্মদাগ । যা কোনো
ইরেজারেই মোছে না ।